• জামিন পেতে চলেছেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়
    দৈনিক স্টেটসম্যান | ১৮ নভেম্বর ২০২৫
  • এবার শুধু সময়ের অপেক্ষা। অবশেষে জামিন পেতে চলেছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সোমবার কল্যাণময়ের শর্তসাপেক্ষ জামিন দিচ্ছিলেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কিন্তু সাক্ষ্যগ্রহণের বিষয়টি এখনও সম্পূর্ণ হয়নি বলে দাবি করেন বিরোধী পক্ষের আইনজীবীরা। এর পাল্টা জবাব দিয়ে কল্যাণময়ের আইনজীবীর তরফে বলা হয়, সমস্ত গুরুত্বপূর্ণ সাক্ষ্যগ্রহণ হয়ে গিয়েছে। তখনই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এই সাক্ষীদের তালিকা আদালতে জমা করা হোক। তারপরেই কল্যাণময়কে জামিন দেওয়া হবে।

    ২০১৬ সালের এসএসসি-তে শিক্ষক নিয়োগের গোটা প্যানেলটি বাতিল করে দেওয়া হয় শীর্ষ আদালতের তরফে। দুর্নীতির দায়ে গোটা প্যানেলটি বাতিল করে দিলে চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে দুর্নীতির দায়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করে সিবিআই। এরপর ইডির মামলায় জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন পর্ষদের সভাপতি কল্যাণময়। সেই জামিনের বিরোধিতা করেছিল ইডি।

    কিন্তু উভয় পক্ষের বিতর্কের পর আদালত থেকে ইডির মামলায় জামিন দেওয়া হয় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে। তবে সিবিআইয়ের তরফে করা মামলার কারণে তখনও জেল হেফাজতে থাকতে হয়েছে তাঁকে। সোমবার আদালতে সিবিআইয়ের করা মামলার শুনানি চলছিল। সেই মামলায় বিচারপতি তীর্থঙ্কর এদিনই জামিন দিয়ে দিচ্ছিলেন তাঁকে। কিন্তু তখনই বিরোধী পক্ষের আইনজীবীর তরফে সাক্ষ্যগ্রহণের প্রসঙ্গটি তোলা হয়।


    সিবিআইয়ের পক্ষ থেকে বলা হয়, ‘এখনও পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়নি। আগে সমস্ত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করা হোক।

    নাহলে সাক্ষীরা প্রভাবিত হতে পারেন।’ এর বিপরীতে কল্যাণময়ের পক্ষের আইনজীবী প্রশ্ন করেন, ‘গুরুত্বপূর্ণ কোন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়নি? সমস্ত সাক্ষ্যগ্রহণই তো হয়ে গিয়েছে।’ সিবিআইয়ের তরফে বলা হয় সাক্ষীদের তালিকা দেওয়া হোক আদালতে। তারপরেই আদালতের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিন এই মামলার মুলতুবি ঘোষণা করেন। মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হবে। সাক্ষীদের তালিকা দেওয়ার পরেই কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জামিন দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)