• বিহারে দুর্ঘটনায় মৃত ৫ বরযাত্রী
    দৈনিক স্টেটসম্যান | ১৮ নভেম্বর ২০২৫
  • ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৫ বরযাত্রীর। লৌরিয়া-বেত্তিয়া জাতীয় সড়ক ২২৭-এর বিষ্ণুপুরওয়া গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় ১২ জন আহত হয়েছেন বলে খবর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লৌরিয়ায় বিষ্ণুপুরওয়ার কাছে নারকাটিয়াগঞ্জের ধুমনগরে বরযাত্রীরা রাস্তার ধারে দাঁড়িয়ে কনের বাড়িতে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় উলটো দিক থেকে আসা একটি দ্রুতবেগের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের পিষে দেয়। এরপর গাড়ির চালক পালিয়ে যায়।

    খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘাতক গাড়ির চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশ জানিয়েছে, নিহতদের নাম দীনেশ কুশওয়াহা (৪০), রাজেশ মাহাতো (৩৫) এবং দীনেশ কুশওয়াহা (৩৫)। বাকি মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)