সম্প্রতি দিল্লিতে বোমা বিস্ফোরণের ঘটনার পরে নিরাপত্তা সংক্রান্তকড়াকড়ি বেড়েছে হাওড়া স্টেশনে। স্টেশনের নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত দু’কোম্পানি রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স (আরপিএসএফ) মোতায়েন করা হয়েছে। স্টেশনের প্রবেশপথে বিভিন্ন গাড়ি পরীক্ষা করা ছাড়াও দূরপাল্লার বিভিন্ন ট্রেন ছাড়ার আগে বিশেষ ভাবে তল্লাশি চালানো হচ্ছে। যাত্রীদের আসা-যাওয়ার পথে প্ল্যাটফর্মের বিভিন্ন অংশ, প্রতীক্ষালয়, বসার জায়গা ছাড়াও দূরপাল্লার ট্রেন পরীক্ষার স্বার্থে বম্ব স্কোয়াডের প্রশিক্ষিত কুকুরের সাহায্য নেওয়া হচ্ছে।
সোমবার হাওড়া স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সেখানে আসেন পূর্ব রেলের আইজি তথা প্রিন্সিপ্যাল চিফ সিকিয়োরিটি কমিশনার অমিয়নন্দন সিংহ। তিনি স্টেশনের সিসি ক্যামেরায় ফেস রিকগনিশন(ভিড়ের মধ্যে মুখ চিনতে পারার প্রযুক্তি) ব্যবস্থার মাধ্যমে নজরদারির উপরে বিশেষ গুরুত্ব দেন। এই ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তাব্যবহার করে স্টেশনে আসা-যাওয়ার পথে অসংখ্য মানুষের মুখেরছবি বিশ্লেষণ করে দেখা হয়। ভিড়ের মধ্যে অপরাধী বা সন্দেহভাজনব্যক্তির মুখ দেখেই শনাক্ত করতে পারে ওই যন্ত্র। সেই অনুযায়ী আরপিএফ এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের কাছে নির্দিষ্ট ব্যক্তির উপস্থিতি সম্পর্কে বিশেষ সতর্কবার্তা পৌঁছয়। হাই অ্যালার্টের পরিস্থিতিতে ওই প্রযুক্তি কাজে লাগানোর উপরে জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি, স্টেশনে উপস্থিত রক্ষীদের মাধ্যমেও নজরদারির উপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।