নজরে আল ফালাহের আর্থিক লেনদেন! দিল্লি-সহ ২৫ জায়গায় সকাল থেকে তল্লাশি ইডির
প্রতিদিন | ১৮ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি বিস্ফোরণের পরেই তদন্তকারীদের নজরে ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়। এবার বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেনের বিষয়ে তদন্তে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার সকালেই দিল্লির অফিসে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একইসঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ২৫টি জায়গাতেও একযোগে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এমনকী আল ফালাহ-র চেয়ারম্যান জাভেদ আহমেদ সিদ্দিকিকেও জেরা করা হচ্ছে বলে খবর। তাঁর বাড়িতেই এদিন সকালেই পৌঁছে যান তদন্তকারীরা। সেখানেই জাভেদ আহমেদ সিদ্দিকিকে বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জেরা করা হচ্ছে জানা গিয়েছে।
ইতিমধ্যে নজরে থাকা ফরিদাবাদের এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত আইন অর্থাৎ পিএমএলএ-তে মামলা রুজু হয়েছে। এরপরই একেবারে কোমর বেঁধে তদন্তে নেমে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাভেদ আহমেদ সিদ্দিকির বয়ানও খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু কর্মকাণ্ড নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। এমনকী আর্থিক লেনদেন নিয়েও প্রশ্ন রয়েছে।
বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের অর্থ কোনওভাবে জঙ্গি কার্যকলাপে গিয়েছে কি না, তা খতিয়ে দেখছে ইডি। বলে রাখা প্রয়োজন, দিল্লি বিস্ফোরণ-কাণ্ডে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের একাধিক চিকিৎসকের নাম সামনে এসেছে। উমর-উন-নবি, চিকিৎসক মুজ়াম্মিল, চিকিৎসক শাহীন সইদ-সহ বেশ কয়েকটি নাম উঠে এসেছে। শুধু তাই নয়, তাঁদের অ্যাকাউন্টে মোটা অঙ্কের লেনদেন হয়েছে বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা। কোনওভাবে বিশ্ববিদ্যালয়ের তহবিলের টাকা এই সমস্ত অ্যাকাউন্টে গিয়েছে কি না, তাও ইডি আধিকারিকরা খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে।
শুধু ইডি নয়, বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখতে আলাদাভাবে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের আর্থিক দুর্নীতিদমন শাখাও। শুধু তাই নয়, অন্যান্য এজেন্সিগুলিও একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে বলেই খবর।
বলে রাখা প্রয়োজন, গত ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে এনআইএ।