সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় প্রকল্প ‘মা ক্যান্টিন’-এর হুবহু নকল করল বিজেপি শাসিত দিল্লির সরকার। বাংলার মতোই গরিব মানুষের জন্য রেখা গুপ্তার সরকার শুরু করছে ‘পাঁচ টাকায় পুরো থালি’র প্রকল্প। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে আগামী ২৫ ডিসেম্বর তাঁর জন্মদিনে শুরু হবে এই ‘অটল ক্যান্টিন স্কিম’।
মমতার প্রকল্পের মতোই এই ক্যান্টিনগুলি মাত্র পাঁচ টাকায় পুষ্টিকর ও পেট ভরে খাবার সরবরাহ করবে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানান, এই ক্যান্টিনগুলি শুরু করার লক্ষ্য হল নিম্ন আয়ের শ্রমিক, রিকশাচালক, কর্মজীবী মানুষ ও দরিদ্ররা যাতে তাদের দিনের বেলায় সাশ্রয়ী মূল্যে, মানসম্পন্ন খাবার পেতে পারেন তা নিশ্চিত করা। শনিবার তিনি হায়দারপুর এলাকায় অটল ক্যান্টিনের নির্মাণস্থল পরিদর্শন করেন এবং প্রস্তুতি পর্যালোচনা করেন।
জানা গিয়েছে, প্রথম পর্যায়ে ১০০টি স্থানে ক্যান্টিন খোলা হবে। শালিমার বাগ, রাজেন্দ্র নগর, রোহিণী, প্যাটেল নগর, বদরপুর এবং কারাওয়াল নগর-সহ বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে ক্যান্টিনগুলি ইতিমধ্যেই কাজ শুরু করেছে। প্রতিটি ক্যান্টিনে দিনে দু’বার, সকাল এবং সন্ধ্যায় ৫০০টি প্লেট পাওয়া যাবে। দিল্লির মুখ্যমন্ত্রী জানান, সরকারের লক্ষ্য হল দিল্লির কেউ যাতে ক্ষুধার্ত না ঘুমাতে না পারে তা নিশ্চিত করা। সেই কারণেই এই উদ্যোগ। মানুষ যাতে নিরাপদ ও তাজা খাবার খেতে পারে তা নিশ্চিত করার জন্য স্বাস্থ্যবিধি এবং মানের উপর কঠোর নজরদারিও চলবে। দিল্লির বিপুল সংখ্যক দৈনিক মজুর এই প্রকল্প থেকে উপকৃত হবেন।
উল্লেখ্য, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের নকল করা বিজেপি শাসিত রাজ্যে নতুন কিছু নয়। তৃণমূল সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প দেশে-বিদেশে সর্বত্র দারুণ সমাদৃত। সে জন্য স্বীকৃতিও মিলেছে প্রচুর। প্রথমে সমালোচনা করলেও পরে নিজেদের শাসনে থাকা বিভিন্ন রাজ্যে বা ভোটে জিততে সেই মডেলই অনুসরণ করেছে বিজেপি। তা মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ বা ছত্তিশগড়ে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এক জনপ্রিয় প্রকল্প ‘মা ক্যান্টিন’-এরও হুবহু নকল করল বিজেপি শাসিত দিল্লির সরকার।
মমতার মা ক্যান্টিন প্রকল্পে পাঁচ টাকায় রাজ্যের বিভিন্ন প্রান্তে মেলে ভাত, ডাল, সবজি, ডিম। আর অটল ক্যান্টিন প্রকল্পে মিলবে ডাল, ভাত, শাকসবজি এবং রুটির মতো খাবার। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডলে দুই প্রকল্পের পোস্টার পোস্ট করে দলের তরফে বলা হয়েছে, ‘কন্ট্রোল+সি, কন্ট্রোল+ভি। এভরি মাস্টারপিস হ্যাজ আ চিপ কপি।’ অর্থাৎ মমতার প্রকল্পের ‘কপি পেস্ট’ বলে খোঁচা দিয়েছে তৃণমূল। বিজেপিকে কটাক্ষ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ লেখেন, ‘ওওওও বিজেপি, মা ক্যান্টিন শুরুর সময় কী যেন বলেছিলে? এখন টুকলিবাজি?? আজ বাংলা যা ভাবে, দিল্লি কাল সেটাই করে। মমতা-মডেল কপি করা হল।’