• অঘ্রাণের শুরুতে উর্ধ্বমুখী তাপমাত্রা, শীতের পথ আগলে ‘ভিলেন’ ঘূর্ণাবর্ত!
    প্রতিদিন | ১৮ নভেম্বর ২০২৫
  • নিরুফা খাতুন: অঘ্রাণের শুরুতে হেমন্তের হালকা শিরশিরানি, স্নিগ্ধ মনোরম আবহাওয়ায় কিছুটা ছেদ পড়েছে। বঙ্গে তাপমাত্রার পারদ ফের উর্ধ্বমুখী। বাতাসে যেটুকু শীতলতার আভাস ছিল, চলতি সপ্তাহ থেকে তা উধাও। হালকা টুপি, মাফলার, স্কার্ফকে ফিরে যেতে হয়েছে স্বস্থানে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আপাতত কলকাতার তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। যা সোমবারও ছিল ১৭ ডিগ্রি। আগামী ২৪ ঘণ্টা এমনই থাকবে তাপমাত্রা। ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকলেও মূলত পরিষ্কার আকাশ, রোদ ঝলমলে আবহাওয়া। ভোর এবং বেশি রাতের দিকে ঠান্ডা কিছুটা অনুভূত হবে।

    হাওয়া অফিস সূত্রে আরও খবর, শীত আগমনের পথে মূল বাধা হয়ে দাঁড়াচ্ছে বঙ্গোপসাগরের উপর নতুন করে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং পূবালী হাওয়া। দক্ষিণবঙ্গে আগত শীতল বাতাসের পথ আটকে দাঁড়াচ্ছে এই জোড়া ফলা। যার জেরে তাপমাত্রার পারদ চড়ছে। আগামী দু-তিনদিন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। সর্বোচ্চ প্রায় ২৮ ডিগ্রি। পরিষ্কার, মেঘমুক্ত আকাশ। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

    উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে তাপমাত্রা এই সময়ে সাধারণত যেমন থাকে, সেই তুলনায় এবছর তাপমাত্রা খানিকটা বেশি। আগামী কয়েকদিন এরকমই থাকবে সেখানকার পরিবেশ। তবে কুয়াশায় ঘেরা থাকবে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। কবে থেকে পারদ নামবে? সে বিষয়ে এখনও কোনও পূর্বাভাস দিতে পারেননি আবহবিদরা। সবটাই নির্ভর করছে ঘূর্ণাবর্ত কেটে উত্তুরে হাওয়ার প্রবেশপথ প্রশস্ত হওয়ার। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৪ ডিগ্রি সেন্টিগ্রেড, স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি কম। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯১ শতাংশ। সেই কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকছে দিনের বেলা। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 
  • Link to this news (প্রতিদিন)