• বিজেপি-তৃণমূল এক সারিতে নয়, ছাব্বিশের আগে ফের অবস্থান স্পষ্ট করল লিবারেশন
    প্রতিদিন | ১৮ নভেম্বর ২০২৫
  • রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিজেপির সঙ্গে তৃণমূলকে এক সারিতে রাখার পক্ষে নয় সিপিআই (এমএল) লিবারেশন। ছাব্বিশের নির্বাচনের আগে সোমবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে তা আরও একবার স্পষ্ট করে দিলেন দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। তৃণমূল সম্পর্কে সিপিএমের মূল্যায়ন যে ভুল, সেটাই এদিন লিবারেশনের তরফে আবারও স্পষ্ট করে দেওয়া হল বলে মনে করছে রাজনৈতিক মহল। দীপঙ্কর ভট্টাচার্যর মতে, বাংলায় বামপন্থার পুনর্জাগরণ দরকার। তৃতীয় শক্তি উঠে আসুক।

    সদ্যই বিহার বিধানসভা ভোটের ফল বেরিয়েছে। ২০২০ সালের তুলনায় ভোটবাক্সে লিবারেশন ফলাফল খারাপ। কোনওক্রমে দুটি আসন ঝুলিতে ভরেছে। যদিও এই ফলাফলের প্রভাব বাংলার নির্বাচনে পড়বে না বলে গোড়া থেকেই মতপ্রকাশ করেছিলেন সিপিআই (এমএল) নেতা দীপঙ্কর ভট্টাচার্য। সোমবার প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার রাজনৈতিক সমীকরণ নিয়ে তিনি বলেন, “আমরা এখনও বিজেপি ও তৃণমূলকে এক করে দেখি না। এখানকার সরকারের বিরুদ্ধে আন্দোলনে আছি। কিন্তু সব ঘেঁটে একাকার করে দিই না আমরা। যারা চাইছে বাংলার সরকার যাক, বিজেপি আসুক। এর মধ্যে আমরা নেই। এই সরকার আছে কি নেই, সেটা দিয়ে বামপন্থার পুনর্জাগরণ হবে না।” ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দীপঙ্করের আবেদন, ”বিজেপিকে আটকাতে সর্বশক্তি দিয়ে বাংলাকে রুখে দাঁড়াতে হবে। বামপন্থীদের উঠে আসতে হবে।”

    প্রসঙ্গত, তৃণমূল-বিজেপিকে এক লাইনে রেখে ‘বিজেমূল’-এর মতো স্লোগান ব্যবহার করা নিয়ে সিপিএমের মধ্যেও বিভ্রান্তি রয়েছে। যদিও লোকসভা ও বিধানসভায় শূন্য হওয়ার পরও এখনও বিজেপির সঙ্গে তৃণমূলকে একই লাইনে রেখে চলছে এ রাজ্যের সিপিএম নেতৃত্ব। লিবারেশনের কাছে সিপিএমের এই মূল্যায়ন যে ভুল সেটাই এদিন ফের স্পষ্ট হয়েছে।

    আজ, মঙ্গলবার থেকে নৈহাটিতে শুরু হচ্ছে লিবারেশনের ১৩তম রাজ্য সম্মেলন। এই সম্মেলন উপলক্ষে ‘বাংলা চায় বামপন্থার পুনর্জাগরণ’ শীর্ষক একটি সেমিনারে আজ দীপঙ্কর ভট্টাচার্য ছাড়াও সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিআইয়ের স্বপন বন্দ্যোপাধ্যায়, ফরওয়ার্ড ব্লকের নরেন চট্টোপাধ্যায়, আরএসপির তপন হোড়, এসইউসিআইয়ের চণ্ডীদাস ভট্টাচার্যরা অংশ নেবেন। বিহার নির্বাচনের ফলাফল ও এসআইআর নিয়েও সোমবার বক্তব্য রাখেন দীপঙ্কর ভট্টাচার্য।
  • Link to this news (প্রতিদিন)