• ফের ব্লু লাইনে মেট্রো বিভ্রাট, বরানগর-নোয়াপাড়ার মধ্যে কেবল কাটা!
    প্রতিদিন | ১৮ নভেম্বর ২০২৫
  • নব্যেন্দু হাজরা: ফের ব্লু লাইনে বিভ্রাট! দক্ষিণেশ্বর থেকে দমদম স্টেশনের মধ্যে দেরিতে চলছে মেট্রো। বরানগর স্টেশনে দীর্ঘ সময় দাঁড়িয়ে রইল মেট্রো। মঙ্গলবার অফিস টাইমে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষকে। সিগন্যালিংয়ের জেরেই এই সমস্যা যে হতে পারে, সেই ব্যাপারে ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করে বার্তা দিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এমনকী কেন এই সমস্যা তাও জানানো হয়েছে মেট্রোর তরফে।

    এক বার্তায় কলকাতা মেট্রো জানাচ্ছে, সোমবার রাতে পেট্রোলিং চলাকালীন বরানগর এবং নোয়াপাড়ার মধ্যে একাধিক জায়গায় সিগন্যালিংয়ের কেবল কাটা রয়েছে বলে দেখতে পান কর্মীরা। দ্রুত তা স্বাভাবিক করার চেষ্টা করা নয়। নতুন কেবল লাগানো হয়। কিন্তু পরিস্থিতি ঠিক না হওয়ায় ম্যানুয়াল সিগন্যাল ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে মেট্রো। আর সেই কারণেই দক্ষিণেশ্বর এবং দমদমের মধ্যে ট্রেন চলাচলে বিলম্ব হতে পারে বলে আশঙ্কা। আর তার জেরেই সকাল থেকে বরানগর স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ছে মেট্রো। তবে কীভাবে সিগন্যালিংয়ের কেবল কাটল তা স্পষ্ট করা হয়নি মেট্রোর তরফে।

    বলে রাখা প্রয়োজন, সম্প্রতি ব্লু লাইন (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুট) নিয়ে যাতায়াতকারীদের ক্ষোভের অন্ত নেই। দেরিতে মেট্রো স্টেশনে পৌঁছনো, মেট্রোর দরজা বন্ধ না হওয়া, একাধিক স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার মতো নানা সমস্যায় জেরবার যাত্রীরা। তাঁদের দাবি, নয়া তিন রুট উদ্বোধনের পর থেকে ব্লু লাইন যেন ‘দুয়োরানি’ হয়ে গিয়েছে। পুজোর সময় যদিও সেভাবে কোনও সমস্যা হয়নি। তবে পুজোর পর থেকে ফের একই অবস্থা। এখন যেন ভোগান্তির নাম ব্লু লাইন। প্রত্যেকদিনই মেট্রো সমস্যার জেরে ভুগতে হচ্ছে নিত্যযাত্রী থেকে সাধারণ যাত্রীদের। তার ফলে অত্যন্ত বিরক্ত যাত্রীরা। প্রশ্ন উঠছে মেট্রো পরিষেবা নিয়ে।
  • Link to this news (প্রতিদিন)