‘সঙ্গীতের এক বিস্ময় প্রতিভা’, জন্মদিনে প্রয়াত জুবিন গর্গকে স্মরণ মমতার
প্রতিদিন | ১৮ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর ঘুরে এসেছে জন্মদিন। কিন্তু এই প্রথম জন্মদিন পালনের জন্য তিনি নেই ইহজগতে। মাত্র দু’মাস আগেই অতীত হয়ে গিয়েছেন। অকালপ্রয়াত সঙ্গীত প্রতিভা জুবিন গর্গের মৃত্যুর পর এই প্রথম জন্মদিন। আর এই দিনটিকে স্মরণ করে আবারও তাঁকে শ্রদ্ধায় স্মরণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক্স হ্যান্ডলে পোস্ট করে জুবিনের জীবন জুড়ে সীমাহীন সুরেলা সফরের কথা মনে করালেন তিনি।
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান অসমের ভূমিপুত্র, জাতীয় স্তরে বিখ্যাত সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। যদিও তাঁর মৃত্যু নিয়ে ধোঁয়াশা এখনও কিছুটা রয়েছে। নিছকই দুর্ঘটনা নাকি নেপথ্যে কোনও ষড়যন্ত্র, তা নিয়ে কাটাছেঁড়া চলছে। কিন্তু এসবের উর্ধ্বে জুবিনের মতো এক বিস্ময় প্রতিভাকে হারানো এ দেশের সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি, তা অস্বীকার করার কোনও উপায় নেই। তাঁর মৃত্যুর খবর পেয়েই ‘ভাই’ সম্বোধন করে শোক প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা সংস্কৃতিপ্রেমী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক দু’মাসের মাথায় জুবিনের জন্মদিনটাও ভুললেন না তিনি।
মঙ্গলবার সকালে নিজের এক্স হ্যান্ডলে জুবিনের উদ্দেশে অতি সংক্ষিপ্ত বার্তা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতেই মিশে অসীম শ্রদ্ধা আর প্রিয়জন হারানোর শোক। মমতার বার্তা, ‘বিখ্যাত বহুমুখী সঙ্গীত প্রতিভা জুবিন গর্গকে তাঁর জন্মদিনে স্মরণ করছি। তাঁর সুর সমস্ত সীমা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত।’ আসলে ভাষা-সংস্কৃতি নির্বিশেষে জুবিনের মতো শিল্পীরা তো কখনও কোনও গণ্ডিতে বাঁধা থাকেন না। সীমাবদ্ধ থাকে না তাঁদের জনপ্রিয়তাও। আর তাই পার্থিব জীবন ছেড়ে চলে গেলেও অনুরাগীদের মনে তিনি চিরস্মরণীয়, জীবনেরই দূত।