আজকাল ওয়েবডেস্ক: হাওড়ার আন্দুলে বাইকের গ্যারাজে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ঝলসে মৃত একজন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হাওড়া আন্দুলের মৌড়িগ্রামে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ, ওই বাইকের গ্যারাজের আড়ালে বেআইনি তেলের ব্যবসা চলত। ফলে প্রচুর পরিমাণে তেল মজুত করে রাখা হয়েছিল। ফলে আগুন ভয়াবহ আকার নেয়।
জানা গেছে, আগুনে অগ্নিদগ্ধ হয়ে মারা যান ওই গ্যারাজের মালিক সঞ্জীব দাস (৪০)। বাইক সারানোর সময় ওয়েল্ডিং করতে গিয়ে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। এদিকে, আগুন লাগার পরেই ঘটনাস্থলে যায় দমকলের দু’টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, ওই গ্যারাজে অবৈধভাবে পেট্রল–ডিজেল বিক্রি করা হত। গ্যারাজে সেগুলি মজুত থাকার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে।
ওই গ্যারাজের পাশেই একটি রেস্তরাঁ–সহ বেশ কয়েকটি দোকান রয়েছে। তাই আগুন অন্যত্র ছড়িয়ে পড়ারও আশঙ্কা ছিল। তবে দমকল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর আগুন পুরোপুরি নেভানোর কাজ শুরু হয়। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে গিয়েছে ফরেন্সিক দল।
জানা গেছে, শেষ অবধি দমকলের চারটি ইঞ্জিনের সাহায্যে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল কর্মীরা আগুন নেভানোর পরে সঞ্জীব দাসের দেহ উদ্ধার করেন।
স্থানীয় বাসিন্দা পুরান দাস জানান, ‘এটা আদতে বাইকের দোকান ছিল, তবে ভেতরে বেআইনিভাবে পেট্রোল ও কাটা তেল রাখা হত। এই তেল থেকেই আগুন লাগে। এই ঘটনায় আমরা খুবই আতঙ্কিত।’ পুলিশের অনুমান, বেআইনিভাবে দাহ্য পদার্থ মজুত রাখার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা।