• দাদার বিপুল ঋণ! আতঙ্কে আত্মঘাতী ভাই
    আজকাল | ১৮ নভেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভাইয়ের নাম করে বিপুল অংকের টাকা ঋণ নিয়েছেন দাদা। এরপর সেই ঋণের টাকা পরিশোধ না করে গায়েব হয়ে যান তিনি। এদিকে ঋণের টাকা আদায়ের জন্য পাওনাদারেরা নিয়মিত বাড়িতে এসে চড়াও হচ্ছে। কী করবে বুঝে উঠতে না পেরে ভাই মহাদেব হালদার চরম পদক্ষেপ করলেন। অবশেষে এই বিপুল অংকের টাকার ঋণের বোঝার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী হওয়ার পথ বেছে নিলেন মহাদেব হালদার। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত কুলপি থানার করঞ্জলী এলাকায়।

    জানা গিয়েছে, মহাদেবের দাদা গোষ্ঠ হালদার দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে মোট ২৫ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। ভাইয়ের নামে ওই টাকা ধার নেওয়া হয়েছিল বলে অভিযোগ। খবর অনুযায়ী, এলাকায় একটি দোকানঘরও নেওয়া হয়েছিল! এদিকে অত টাকা ঋণ নিয়ে তার কোনও টাকাই শোধ করেননি অভিযুক্ত গোষ্ঠ হালদার! একসময় বাড়ি থেকে পালিয়ে যান তিনি। 

    এদিকে টাকা ফেরতের জন্য চাপ আসছিল বলে অভিযোগ। গতকাল অর্থাৎ সোমবার রাতেও পাওনাদার বাড়িতে এসেছিলেন বলে অভিযোগ। দীর্ঘদিন এমন চলতে থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মহাদেব হালদার। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরে এই ঋণের বোঝা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন মহাদেব। 

    মঙ্গলবার নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন মহাদেব। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের দাদা গোষ্ঠ হালদারেরও খোঁজেও তল্লাশি শুরু হয়েছে।
  • Link to this news (আজকাল)