• সাক্ষাৎ নরক! স্বামী জুয়ার বাজি হারায় উত্তরপ্রদেশে ‘গণধর্ষিতা’ তরুণী, অভিযুক্ত শ্বশুর-দেওরও
    প্রতিদিন | ১৮ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই হয়তো বলে নরক! বিয়ের পরদিন থেকে যার সাক্ষী হন উত্তরপ্রদেশের এক তরুণী। মহাভারতের পাশা খেলায় যেভাবে দ্রৌপদীকে বাজি ধরেছিলেন যুধিষ্ঠির, সেই ভঙ্গিতে জুয়া খেলায় নববধূকে বাজি ধরেন তাঁর স্বামী। এরপর খেলায় হেরে নিজের স্ত্রীকে তুলে দেন গ্রামের কয়েক জন পুরুষের হাতে। তরুণীর অভিযোগ, জুয়ার বাজি জিতে ৮ ব্যক্তি তাঁকে ধর্ষণ করেন। এখানেই শেষ হয়নি নরকযন্ত্রণা।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি বাগপতের নিওয়াদা গ্রামের। বছর খানেক আগে স্থানীয় বাসিন্দা দানিশের সঙ্গে বিয়ে হয় ওই তরুণীর। এরপর থেকেই শুরু হয় বর্বর অত্যাচার। নির্যাতিতা জানিয়েছেন, কেবল গ্রামের আট ব্যক্তিই নয়, বাড়ির লোকেরাও তাঁর উপর লাগাতার পাশবিক অত্য়াচার চালাতেন। দফায় দফায় তরুণীর দেওর, ননদের বর ধর্ষণ করেন। এমনকী শ্বশুর ইয়ামিন পর্যন্ত পুত্রবধূকে ধর্ষণ করেন বলে অভিযোগ। এই বিষয়ে ‘গুণধর’ শ্বশুরের বক্তব্য ছিল, যেহেতু পণ আনতে পারোনি, এতএব আমাদের খুশি রাখতে হবে।

    তরুণী অভিযোগ করেন, অন্তঃসত্ত্বা হয়ে পড়লে শ্বশুরবাড়ির লোকেরাই জোর করে গর্ভপাত করান। এরপর নিষ্ঠুরতা আরও তীব্র হয়। তাঁর পায়ে অ্যাসিড ঢেলে দেওয়া হয়, হত্যার উদ্দেশ্যে তাঁকে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। যদিও ভাগ্যের জোরে বেঁচে যান তিনি। পালিয়ে বাপের বাড়িতে ফিরে আসেন। পুলিশে অভিযোগ দায়ের করেন তরুণী। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রশাসন কড়া হাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও নির্যাতিতার বাবাকে মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
  • Link to this news (প্রতিদিন)