• হাসপাতালে যাওয়ার পথে আচমকা আগুন অ্যাম্বুল্যান্সে, ঝলসে মৃত নবজাতক-সহ ৪
    প্রতিদিন | ১৮ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে যাওয়ার পথে আচমকাই অ্যাম্বুল্যান্সে আগুন। মৃত্যু হল নবজাতক-সহ চারজনের। সোমবার গভীর রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গুজরাটের আরাভালিতে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, নবজাতকের বয়স ছিল একদিন। জন্মের পরই সে অসুস্থ ছিল।তাই চিকিৎসার জন্য এদিন রাতে তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার পরিকল্পনা করা হয়। সেই মতো নবজাতককে অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল। সে ছাড়াও অ্যাম্বুল্যান্সের ভিতরে ছিলেন তার বাবা, দুই আত্মীয়, এক চিকিৎসক এবং এক নার্স। রাত ১টা নাগাদ মোদাসা-ধনসুরা রোডে আসার পরই অ্যাম্বুল্যান্সটিতে আচমকা আগুন লেগে যায়। ঘটনায় ঝলসে মৃত্যু হয় চারজনের। অগ্নিকাণ্ডের দৃশ্য দেখে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। অ্যাম্বুল্যান্সের চালক এবং দু’জনকে উদ্ধার করে ভর্তি করানো হয় হাসপাতালে। তাঁরা সামান্য অগ্নিগদ্ধ হয়েছেন। কিন্তু কী কারণে অ্যাম্বুল্যান্সে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত।

    পুলিশের এক আধিকারিক বলেন, “দুর্ঘটনায় নবজাতক, তার বাবা, এক চিকিৎসক এবং এক নার্সের মৃত্যু হয়েছে। কোনও মতে বেঁচে গিয়েছেন অ্যাম্বুল্যান্সের চালক এবং দুই আত্মীয়। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।”
  • Link to this news (প্রতিদিন)