সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ডিসেম্বর মাসে কেরলে পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচন রয়েছে। শুরু হয়েছে তার প্রস্তুতি। এর মধ্যেই দক্ষিণের রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। দু’টি গুরুত্বপূর্ণ কাজ একসঙ্গে চলায় প্রশাসনিক জটিলতা বাড়ছে। এই অবস্থায় এসআইআর-এর কাজ পিছিয়ে দিতে সুপ্রিম কোর্টে আর্জি জানাল কেরল সরকার। সর্বোচ্চ আদালতের আবেদনে বাম সরকারের তরফে জানানো হয়েছে, অন্তত ভোটপর্ব মিটে যাওয়া পর্যন্ত এসআইআর পিছনো হোক।
আগামী ৯ এবং ১১ ডিসেম্বর পুর এবং পঞ্চায়েত ভোট কেরলে। ফল ঘোষণা ১২ ডিসেম্বর। রাজ্যের তরফে জানানো হয়েছে, নির্বাচন পরিচালনার জন্য ৬৮ হাজার নিরাপত্তাকর্মী ছাড়াও ১ লক্ষ ৭৬ হাজার কর্মী প্রয়োজন। অন্যদিকে এসআইআর-এর কাজ সামলাতে ২৫,৬৬৮ জন কর্মীর প্রয়োজন হচ্ছে। এই অবস্থায় প্রশাসনিক পরিস্থিতি সামলাতে নাজেহাল অবস্থা হচ্ছে। বর্তমান অবস্থার কথা জানিয়ে এসআইআর পিছিয়ে দিতে ৫ নভেম্বর মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিও পাঠিয়েছিল বাম সরকার। যদিও সেই চিঠির উত্তর মেলেনি। এই অবস্থায় শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে তারা।
গতকালই কেরলে বুথ স্তরের এক আধিকারিকের (বিএলও) আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। অভিযোগ, অতিরিক্ত কাজের চাপে আত্মহত্যা করেছেন তিনি। এই ঘটনা সামনে আসার পরেই এসআইআরের কাজ বয়কটের ডাক দিয়েছেন রাজ্যের বিএলও-রা। এমন কাণ্ডে অস্বস্তিতে কেরলের বাম সরকার। এর মধ্যেই এসআইআর পিছিয়ে দিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্যটি। উল্লেখ্য়, আগেই এসআইআর প্রক্রিয়ায় আপত্তি জানিয়ে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।