• ব্যাঙ্ক জালিয়াতি মামলায় এবার অনিল আম্বানিকে নোটিস, ইডি-সিবিআইয়েরও জবাব তলব সুপ্রিম কোর্টের
    প্রতিদিন | ১৮ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্ক জালিয়াতি মামলায় আরও চাপে রিলায়েন্স কমিউনিকেশনসের প্রাক্তন কর্ণধার অনিল আম্বানি। এবার অনিলকে নোটিস পাঠাল শীর্ষ আদালত। একই সঙ্গে ইডি, সিবিআই এবং কেন্দ্রীয় সরকারকেও নোটিস পাঠানো হয়েছে।

    অনিলের বিরুদ্ধে ১৭ হাজার কোটি টাকার তছরুপের অভিযোগ রয়েছে। এর মধ্যে ৩ হাজার কোটি টাকা বিভিন্ন ব্যাঙ্কে জালিয়াতির অভিযোগও রয়েছে। আর কমের প্রাক্তন কর্ণধারের বিরুদ্ধে যাবতীয় তদন্ত আদালতের নজরদারিতে করা হোক, এই দাবিতে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রাক্তন আমলা ইএএস শর্মা ওই মামলা দায়ের করেছেন। তাঁর দাবি, এই মামলার তদন্ত হচ্ছে একপাক্ষিক। শুধু অনিলের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। এই কেলেঙ্কারিতে যে ব্যাঙ্ক কর্মীরাও যুক্তি থাকতে পারেন, সেই দিকটার তদন্তই হচ্ছে না।

    ওই মামলায় শীর্ষ আদালত অনিল আম্বানিকে নোটিস পাঠিয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি বিআর গভই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে মামলাটি উঠলে আদালত সব পক্ষকে নোটিস পাঠানোর নির্দেশ দেয়। ৩ সপ্তাহ পরে ফের মামলার শুনানি। তার আগে এই ইস্যুতে সব পক্ষকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে।

    প্রসঙ্গত, অনিলের সংস্থা আগেই নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। অনিলের বিরুদ্ধে ১৭ হাজার কোটি টাকার তছরুপের অভিযোগ রয়েছে। কার্যত গলা পর্যন্ত ঋণে ডুবে আর কমের প্রাক্তন কর্ণধার। সম্পত্তি বেচে পাওনাদারদের দেনা মেটানোর চেষ্টাও করেছেন তিনি। কিন্তু তাতেও সমস্যা কমছে না অনিলের। স্টেট ব্যাঙ্ক আগেই অনিল আম্বানিকে ‘প্রতারক’ তকমা দিয়েছে। একই ভাবে আর কমের প্রাক্তন কর্ণধারকে ‘প্রতারক’ তকমা দিয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ বরোদাও।
  • Link to this news (প্রতিদিন)