• রূপান্তরকামীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, ধারের টাকা ফেরত চাইতেই প্রেমিকাকে খুন! গ্রেপ্তার ব্যক্তি
    প্রতিদিন | ১৮ নভেম্বর ২০২৫
  • সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: উস্তিতে রূপান্তরকামী খুনে হাড়হিম তথ্য। জানা যাচ্ছে, কামালউদ্দিন হালদার নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। কামালউদ্দিন মৃতার থেকে টাকা ধার নিয়েছিল। তা ফেরত চাইতেই সমস্যার শুরু। সোনালী হালদার ওরফে সোনুকে তাঁর প্রেমিকই খুন করে বলে দাবি পুলিশের। দিল্লি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

    গত ২৯ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনার উস্তি থেকে উদ্ধার হয় সোনালির নলিকাটা দেহ। এরপরই তদন্তে নামে পুলিশ। উঠে আসে কামালউদ্দিন হালদারের নাম। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত সুপার মিতুনকুমার দে জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি কুখ্যাত অপরাধী। পুলিশের খাতায় তার নামে রয়েছে অস্ত্র আইনের মামলা। শুধু তাই নয়, নিজের স্ত্রীকে দেহ ব্যবসায় নামতেও বাধ্য করেছিল সে। এদিকে সোনুর সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল তাঁর। সম্পর্কের সুযোগে বেশ কয়েক ধাপে সোনুর থেকে টাকা ধার নেয় কামালউদ্দিন। সেই টাকা ফেরত চাইতেও দুজনের মধ্যে অশান্তি শুরু হয়। পুলিশের দাবি, এরপরই উস্তি থানার কালিকাপোতা গ্রাম পঞ্চায়েতের তুল্যান গ্রামে রাস্তার ধারে ধান জমিতে ওই রূপান্তরকামীকে ডেকে ধারাল অস্ত্র দিয়ে খুন করে কামালউদ্দিন।

    জানা গিয়েছে, খুনের পর পালায় সে। তদন্তে নেমে পুলিশ প্রথমে রাজস্থানের আজমির শরিফে অভিযুক্তের হদিশ পাওয়া যায়। কিন্তু সেখান থেকে দিল্লি চলে যায় সে। অবশেষে পুলিশের একটি দল সেখানে গিয়ে অভিযুক্তকে পাকড়াও করে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ট্রানজিট রিমান্ডে নিয়ে ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে কামালউদ্দিনকে। খুনে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)