বাড়ি ছেড়ে ফ্ল্যাটে বহু ভোটার! এনুমারেশন ফর্ম দিতে গিয়ে নাজেহাল বিএলওরা, হাওড়ায় চালু হেল্পলাইন
প্রতিদিন | ১৮ নভেম্বর ২০২৫
অরিজিৎ গুপ্ত, হাওড়া: হাওড়া শহরের অনেক বাসিন্দাই পুরনো বাড়ি ছেড়ে নতুন ফ্ল্যাটে উঠেছেন। এসআইআর আবহে এটা একটা বড় সমস্যা। কারণ, বিএলওরা পুরনো ঠিকানায় গিয়ে খুঁজে পাচ্ছেন না ভোটারদের। ফলে তাঁরা দিতে পারছেন না এনুমারেশন ফর্ম। যাঁরা ফর্ম পাননি, তাঁরা যাতে ফর্ম পান, তাঁদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন বিএলওরা। কিন্তু সবার হদিশ পাওয়া তাও সম্ভব হচ্ছে না। সমস্যা সমাধানে হাওড়ার জেলাশাসকের দপ্তরে চালু করা হল বিশেষ হেল্পলাইন নম্বর।
হাওড়া প্রশাসনের তরফে চালু করা হেল্পলাইন নম্বর দু’টি হল-৯০০৭০৭৯৮৬৬ ও ৯৪৭৭৪৬৪৬৭০। সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই দু’টি নম্বরে ফোন করলে সাহায্য পাবেন বাসিন্দারা। যাঁরা ফর্ম পাননি তাঁদের ফর্ম দেওয়ার ব্যবস্থা করবেন বিএলওরা। এই প্রসঙ্গে সোমবার হাওড়ার জেলাশাসক পি দীপাপ প্রিয়া বললেন, “শুধু ফর্ম না পাওয়া নয়, পূরণেও যদি কারও অসুবিধা হয় সেক্ষেত্রেও তাঁরা এই নম্বরে যোগাযোগ করতে পারবেন।”
এদিন জেলাশাসক আরও জানান, হাওড়া শহরে বাসিন্দাদের একটি বড় অংশকে ফর্ম দেওয়া হয়ে গিয়েছে। কিন্তু এখনও কিছু বাসিন্দাকে দেওয়া বাকি। মূলত যাঁরা পুরনো ঠিকানা ছেড়ে নতুন ঠিকানায় গিয়েছেন। যাঁরা পুরনো বাড়ি বিক্রি করে নতুন ফ্ল্যাটে চলে গিয়েছেন বিএলওরা তাঁদের ঠিকানায় গিয়ে ফর্ম দিতে পারেননি। তাই তাঁদের ফর্ম দেওয়ার জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন বিএলওরাও। জানা গিয়েছে, বিএলও-দের ডেটা এন্ট্রির কাজের সুবিধার জন্য প্রতিটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন সরকারি দপ্তরে ২০ জন করে অতিরিক্তি সরকারি কর্মীদের দেওয়া হয়েছে যাঁরা কম্পিউটারে এন্ট্রির কাজ করবেন।