সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ মহিলাকে খাটে বেঁধে ডাকাতির অভিযোগ একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। টাকা ও সোনার গয়না মিলিয়ে আনুমানিক ১০ লক্ষ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মিনাখাঁর মোহনপুর অঞ্চলের দক্ষিণ কালীবাড়ি এলাকায়। এই প্রথম নয়, আগেও এই বাড়িতে ডাকাতি হয়েছিল বলে অভিযোগ। বাড়ির কর্তা বিজেপি কর্মী হওয়ায় ঘটনায় রাজনৈতিক রং লেগেছে।
মোহনপুর অঞ্চলের দক্ষিণ কালীবাড়ি এলাকার বাসিন্দা রণজিৎ মণ্ডল। তিনি এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত। রণজিৎ কর্মসূত্রে বাড়ি থেকে দূরে থাকেন। একাই থাকেন তাঁর স্ত্রী। তিনি অসুস্থ। অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগে সোমবার গভীর রাতে বেশ কিছু দুষ্কৃতী রণজিৎবাবুর স্ত্রীকে খাটের বেঁধে বাড়িতে থাকা সোনার গয়না নগদ-সহ গুরুত্বপূর্ণ নথি নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
রণজিৎ বিজেপি কর্মী হওয়ায় ঘটনায় রাজনৈতিক রং লাগতে সময় লাগেনি। স্থানীয় এক বিজেপি নেতা বলেন, “রণজিতের বাড়িতে আগেও ডাকাতি হয়েছে। ওঁর বাড়ি থেকে পুলিশ ক্যাম্প খুব দূরে নয়। পুলিশ জানে সমস্তটাই। তারপর আবার ডাকাতি হল। ওঁর অসুস্থ স্ত্রীকে খাটে বেঁধে লুটপাট চালায় একদল দুষ্কৃতী। এর দায় পুলিশকেই নিতে হবে। এই ভাবে বিজেপির কোনও কর্মী বা কার্যকর্তাকে আটকানো যাবে না।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।