বনগাঁয় জমিতে মানুষের খুলি-হাড়, লালকালিতে লেখা অদ্ভুত শব্দ! নেপথ্যে তন্ত্রসাধনা?
প্রতিদিন | ১৮ নভেম্বর ২০২৫
জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: জলাজমিতে পড়ে থাকা ব্যাগ খুলতেই তাজ্জব কাণ্ড। উদ্ধার হল মানুষের খুলি, হাড়গোড়। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল বনগাঁর ঢাকাপাড়া এলাকায়। খবর পেয়েই উদ্ধার হওয়া খুলি-হাড় ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কীভাবে ওই এলাকায় এল ব্যাগটি? নেপথ্যে কে বা কারা? উদ্ধার হওয়া হাড় কার? নেপথ্যে তন্ত্র সাধনার যোগ রয়েছে কি? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, বনগাঁর ঢাকাপাড়ার ২১ নম্বর ওয়ার্ডের একটা নির্দিষ্ট এলাকা দীর্ঘদিন ধরে জলমগ্ন। মাসখানেক আগেই নাকি জলের মধ্যে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তবে বিষয়টাকে গুরুত্ব দেননি তাঁরা। মঙ্গলবার সকালে হঠাৎই কয়েকজনের মনে প্রশ্ন জাগে, ব্যাগে কী? এরপরই তারা সেটি খোলার সিদ্ধান্ত নেন এলাকারই প্রদ্যুৎ ঘোষ। খুলতেই চক্ষুচড়কগাছ। দেখেন ভরা রয়েছে মানুষের খুলি, হাড়গোড়। তাতে লালকালিতে কিছু লেখাও ছিল বলে খবর। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। ছুটে যান পুলিশ আধিকারিকরা।
ইতিমধ্যেই উদ্ধার হওয়া খুলি-হাড় ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। তবে গোটা ঘটনায় তীব্র আতঙ্কে এলাকার বাসিন্দারা। এক বাসিন্দা বলেন, “অনেকদিন ধরেই ব্যাগটা রয়েছে। তবে ভিতরে এমন কিছু থাকতে পারে ভাবিনি।”