• হাওড়ায় বাইকের গ্যারাজে বিধ্বংসী আগুনে ঝলসে মৃত এক, আতঙ্ক এলাকায়
    প্রতিদিন | ১৮ নভেম্বর ২০২৫
  • অরিজিৎ গুপ্ত, হাওড়া:  হাওড়ায় বাইকের গ্যারাজে বিধ্বংসী আগুন। ঝলসে মর্মান্তিক মৃত্যু গ্যারাজ মালিকের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে সাঁকরাইলের মৌড়ি নিমতলা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

    মৃত ওই ব্যক্তির নাম সন্দীপ দাস। আন্দুল রোডের নিমতলায় ওই বাইক সারানোর গ্যারাজ। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন কাজ চলাকালীন হঠাৎই ওই গ্যারাজে আগুন লেগে যায়। দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। আগুন এতটাই ভয়ংকর আকার নেয় যে আশেপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। ঘটনার খবর পেয়েই ছুটে যায় দমকলের দুটি ইঞ্জিন। দ্রুত আগুন নেভানোর কাজ করা হয়। তবে কীভাবে এত বড় আগুন তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, বাইক সারানোর কাজ চলাকালীন বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগতে পারে।

    অন্যদিকে স্থানীয়দের দাবি, ওই বাইকের গ্যারাজের আড়ালে বেআইনি তেলের ব্যবসা চলত। ফলে প্রচুর পরিমাণে তেল মজুত করে রাখা হয়েছিল। ফলে আগুন ভয়াবহ আকার নেয়।  আর সেই আগুনে ঝলসে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে দাবি। ইতিমধ্যে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে গ্যারাজের আড়ালে বেআইনিভাবে তেল বিক্রি করা হতো কিনা তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। 
  • Link to this news (প্রতিদিন)