ভাইয়ের নামে বিপুল অঙ্কের টাকা ঋণ নিয়ে পলাতক দাদা! পাওনাদের আতঙ্কে ‘আত্মঘাতী’ যুবক
প্রতিদিন | ১৮ নভেম্বর ২০২৫
সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ভাইয়ের নামে বিপুল অঙ্কের টাকা ঋণ নিয়েছিলেন দাদা! সেই ঋণ পরিশোধ তো করেনইনি, বরং পালিয়ে যান ওই ব্যক্তি! এদিকে টাকা ফেরত নিতে পাওনাদাররা বাড়িতে চড়াও হচ্ছিল বলে অভিযোগ। মানসিক চাপ নিতে না পেরে ‘আত্মঘাতী’ হলেন ভাই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার করঞ্জলী এলাকায়। মৃতের নাম মহাদেব হালদার। মঙ্গলবার সকালে নিজের বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হল।
জানা গিয়েছে, মহাদেবের দাদা গোষ্ঠ হালদার দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে মোট ২৫ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। ভাইয়ের নামে ওই ধার নেওয়া হয়েছিল বলে অভিযোগ। এলাকায় একটি দোকানঘরও নেওয়া হয়েছিল! এদিকে অত টাকা ঋণ নিলেও কোনও টাকা শোধ করেনি গোষ্ঠ হালদার! একসময় বাড়ি থেকে পালিয়ে যান তিনি। এদিকে টাকা ফেরতের জন্য চাপ আসছিল বলে অভিযোগ। গতকাল সোমবার রাতেও পাওনাদার বাড়িতে এসেছিলেন বলে অভিযোগ। সেই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মহাদেব হালদার!
আজ, মঙ্গলবার সকালে নিজের ঘর থেকে বছর ৩৫-এর মহাদেবের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। তিনি ‘আত্মঘাতী’ হয়েছেন বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে। বেশ কয়েক বছর ধরে মহাদেব মানসিক অবসাদে ভুগছিলেন বলেও জানা গিয়েছে। তাঁর চিকিৎসাও চলছিল। মানসিক অবসাদ থেকেই এমন মর্মান্তিক ঘটনা বলে পরিবার সূত্রে জানানো গিয়েছে। মৃতদেহ দেখে খবর দেওয়া হয় কুলপি থানায়। পুলিশ ঘটনাস্থলে নিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের দাদা গোষ্ঠ হালদারেরও খোঁজ শুরু হয়েছে।