সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে চলছে এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন। গত ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন বিএলওরা। কিন্তু অনেকেই এখনও ফর্ম পাননি বলে খবর। তাঁরা বুঝে উঠতে পারছেন না কী করণীয়। জেনে নিন ফর্ম না পেলে কী করবেন।
কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে ফর্ম না পেলে কী করতে হবে। প্রথমত, টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলি হল-1950 এবং 033-22310850। যারা এখনও পর্যন্ত ফর্ম পাননি তাঁরা এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। তবে কেউ চাইলে হোয়াটসঅ্যাপেও অভিযোগ করতে পারবেন। তার জন্য নম্বরটি হল- 9830078250। কেউ চাইলে মেলও করতে পারেন। আইডিটি হল- [email