• ছিল লুকআউট নোটিস, জাল পাসপোর্ট নিয়ে ভারতে ঢুকতেই গ্রেপ্তার আফগান নাগরিক
    প্রতিদিন | ১৮ নভেম্বর ২০২৫
  • বিধান নস্কর, দমদম: দেশের সীমান্তগুলিতে কড়া প্রহরা সত্ত্বেও জাল নথি নিয়ে অনুপ্রবেশের মতো ঘটনা ফের প্রকাশ্যে এল। দমদম বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার এক আফগান নাগরিক। জানা গিয়েছে, তার নামে আফগানিস্তানে লুকআউট নোটিস জারি ছিল। ভারত হয়ে বিদেশে পালানোর চেষ্টা করছিল ওই ব্যক্তি। হাতেনাতে তাকে ধরে ফেলে পুলিশ। আইন মাফিক যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে খবর।

    জাল পাসপোর্ট নিয়ে আফগানিস্তান থেকে ভারতে প্রবেশ। কলকাতার বউবাজার এলাকায় কিছুদিন ডেরা বেঁধে থাকা। তারপর এখান থেকে কুয়ালালামপুর যাওয়ার পথেই হাতেনাতে পাকড়াও ওই আফগান নাগরিক। জানা গিয়েছে, তার নাম ওয়াসিম আহমেদ। জানা যাচ্ছে, ওয়াসিমের বাড়ি কাবুলের লক্ষ্যগড়ে। সেখানে এ বি ওয়াহাব নামে তার নামে লুকআউট নোটিস জারি ছিল। সেখান থেকে পালিয়ে জাল পাসপোর্ট দিয়ে ভারতে ঢুকেছিল সে। গ্রেপ্তার হওয়ার পর ওয়াসিমের কাছে দুটি পাসপোর্ট উদ্ধার হয়। একটি নাসির আহমেদ নামে, তা আফগানিস্তানের পাসপোর্ট। অপরটি ভারতীয় পাসপোর্ট, সেখানে তার নাম নাসির খান।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে জাল ভারতীয় পাসপোর্ট দেখিয়ে দমদম বিমানবন্দর থেকে কুয়ালালামপুর যাচ্ছিল ওয়াসিম আহমেদ। কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে। যদিও গ্রেপ্তারির পরও তার চোখমুখ ছিল ভাবলেশহীন। কী কারণে আফগানিস্তানে তার বিরুদ্ধে লুকআউট নোটিস ছিল, তা এখনও জানা যায়নি। এসআইআর আবহে জাল নথি নিয়ে ভারতে ঢুকে, ঘাঁটি গেড়ে থাকা নাগরিকদের খোঁজ মিলছে এবার। সেভাবেই দুই দেশে দুই নামে আলাদা পাসপোর্টের হদিশ মিলেছিল। তদন্ত করতে গিয়ে ওয়াসিম আহমেদের খোঁজ পায় পুলিশ। কুয়ালালামপুর যাওয়ার পথে দমদম বিমানবন্দর থেকেই হাতেনাতে গ্রেপ্তার করা হয় তাকে। কী উদ্দেশে ভারতে ঢুকেছিল, এখানে কী করত, কাদের সঙ্গেই বা যোগাযোগ ছিল তার, সব খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (প্রতিদিন)