• আর মাত্র কয়েক ঘণ্টা, ভারতে আনা হচ্ছে মুসেওয়ালা-সিদ্দিকি হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আনমোল বিষ্ণোইকে
    এই সময় | ১৮ নভেম্বর ২০২৫
  • মঙ্গলবারই ভারতে আনা হচ্ছে NCP নেতা বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত তথা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই, আনমোল বিষ্ণোইকে। অবৈধ ভাবে আমেরিকায় প্রবেশের জন্য আটক করা হয়েছিল আনমোলকে। এ বার তাকে সেই দেশ থেকে ভারতে ফিরিয়ে দেওয়া হবে। এই বিষয়ে সমস্ত সরকারি প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যে কোনও সময়ে সে দিল্লি বিমানবন্দরে নামবে বলে আশা করা হচ্ছে।

    একাধিক রাজ্যে ১৮টি গুরুতর ফৌজদারি মামলা রয়েছে আনমোলের বিরুদ্ধে। এর মধ্যে উল্লেখযোগ্য: ২০২৪ সালের অক্টোবরে বাবা সিদ্দিকির হত্যা, ২০২২ সালের মে মাসে পাঞ্জাবি গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালার হত্যা এবং অভিনেতা সলমন খানের বাসভবনের বাইরে গুলি চালানোর ঘটনা।

    গত বছর নভেম্বরে তাকে হেফাজতে নেওয়ার পরে মহারাষ্ট্র আদালতের জামিন অযোগ্য পরোয়ানা ও ইন্টারপোলের রেড কর্নার নোটিসের ভিত্তিতে ভারত তাকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছিল। NIA না দিল্লি পুলিশ, কোন আইনি সংস্থা তাকে প্রথমে হেফাজতে নেবে, তা এখনও ঠিক করা হয়নি। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, আনমোল দিল্লি পৌঁছনোর পরেই তা ঠিক করা হবে। গত বছর আনমোলের সম্পর্কে তথ্যের জন্য ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল NIA।

  • Link to this news (এই সময়)