• নতুন AC লোকাল, বাড়ল অন্য ট্রেনও, দমদম-বিধাননগরে ট্রেনের প্ল্যাটফর্ম নির্দিষ্ট করল রেল
    এই সময় | ১৮ নভেম্বর ২০২৫
  • শিয়ালদহ সেকশনের যাত্রীদের জন্য একাধিক সুখবর দিল রেল। মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠক করে নতুন এসি ট্রেন, ট্রেনের সংখ্যা বৃদ্ধি, কয়েকটি ট্রেনের যাত্রাপথ বাড়ানো-সহ বিধাননগর, দমদম জংশন স্টেশনে কোন সেকশনের ট্রেন কোন প্ল্যাটফর্মে থামবে, সে ব্যাপারে একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে।

    শিয়ালদহ থেকে বনগাঁ ও রানাঘাট পর্যন্ত ইতিমধ্যেই এসি লোক ট্রেন চালু করা হয়েছে। এর মাঝেই কল্যাণী, কৃষ্ণনগর এসি ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে। শিয়ালদহ থেকে কল্যাণী আপ ও ডাউন এবং শিয়ালদহ থেকে কৃষ্ণনগর আপ ও ডাউনে নতুন এসি ট্রেন চালু হচ্ছে।

    শিয়ালদহ থেকে কল্যাণী – ৩.১০ মিনিটে ছাড়বে – বিধাননগর,দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি ও কাঁচরাপাড়া স্টেশনে দাঁড়াবে।

    কল্যাণী থেকে শিয়ালদহ – ৫.০২ মিনিটে ছাড়বে। উপরে উল্লেখ স্টেশনগুলিতে দাঁড়াবে।

    শিয়ালদহ থেকে কৃষ্ণনগর – ১১.৫৫ মিনিটে ছাড়বে – বিধাননগর,দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি ও কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদহ, রানাঘাট, কালীনারায়ণপুর, বীরনগর, তাহেরপুর স্টেশনে দাঁড়াবে।

    কৃষ্ণনগর থেকে শিয়ালদহ এসি ট্রেন ৩.৫৭ মিনিটে ছাড়বে। উপরে উল্লেখ স্টেশনগুলিতে দাঁড়াবে।

    রানাঘাট-বনগাঁ-শিয়ালদা এসি লোকাল এবং শিয়ালদহ-বনগাঁ এসি লোকাল এ বার থেকে গোপালনগর ও বামনগাছি স্টেশনেও দাঁড়াবে।

    দমদম ক্যান্টনমেন্ট থেকে বনগাঁ – ট্রেনটি ছাড়বে রাত ৮.০৫ মিনিটে, প্রতিদিন চলবে।

    বনগাঁ থেকে বারাসত পর্যন্ত – ট্রেনটি ছাড়বে রাত ১০টা, প্রতিদিন চলবে।

    ৩০১১৩ বিবাদীবাগ থেকে ব্যারাকপুর লোকাল এ বার কল্যাণী স্টেশনে পর্যন্ত যাবে।

    ৩১২৪২ ব্যারাকপুর থেকে শিয়ালদহ লোকালটি এ বার থেকে কল্যাণী থেকে শিয়ালদহ পর্যন্ত চলবে।

    ৩৩৩২২ হাসনাবাদ বারাসত লোকাল এ বার থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত চলবে।

    শিয়ালদহ বিভাগের DRM রাজীব সাক্সেনা বলেন, ‘এই সামগ্রিক উন্নয়ন শিয়ালদহ বিভাগের যাত্রী সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিফলন। নতুন দমদম ক্যান্টনমেন্ট পরিষেবা মেট্রো ব্যবহারকারী যাত্রীদের আরও সুবিধা দেবে। আর রবিবারের AC লোকাল সম্প্রসারণ পরিবারগুলোর জন্য আরামদায়ক ভ্রমণের সুযোগ বাড়াবে।’

  • Link to this news (এই সময়)