• জঙ্গি উমরের ব্রেনওয়াশ, তা-ও কেন ‘সুইসাইড বম্বার’ হতে চায়নি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রটি?
    এই সময় | ১৯ নভেম্বর ২০২৫
  • দিল্লি বিস্ফোরণ মামলায় উমর উন নবির সহযোগী হিসেবে সোমবার শ্রীনগর থেকে গ্রেপ্তার করা হয়েছিল জাসির বিলাল ওয়ানি ওরফে দানিশকে। তাঁকে জেরা করে জানা গিয়েছে চাঞ্চল্যকর তথ্য: উমর নয়, অনন্তনাগের কাজিগুন্ডের বাসিন্দা বিলালকেই প্রাথমিক ভাবে বাছাই করা হয়েছিল লালকেল্লায় গাড়ি বোমা হামলা করার জন্য। কিন্তু ‘সুইসাইড বম্বার’ হতে চায়নি সে।

    তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, ২০২৩-এ রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বিলালকে হরিয়ানার ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের কাছে এক ভাড়া বাড়িতে নিয়ে গিয়েছিল আল ফালাহ-র সহকারি অধ্যাপক, ডাঃ উমর নবি। সেখানে সে বিলালের ব্রেনওয়াশ করেছিল। মৌলবাদী চিন্তাভাবনা ঢুকিয়ে দিয়েছিল তার মাথায়। তবে এই বছর উমর তাঁকে আত্মঘাতী হামলা চালানোর প্রস্তাব দিলে বিলাল অস্বীকার করেছিল। তার বক্তব্য ছিল, ‘ইসলামে আত্মহত্যা পাপ’।

    তবে এ দিনই সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে ডাঃ উমরের আরও একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে তাকে আত্মঘাতী হামলার পক্ষে যুক্তি সাজাতে দেখা গিয়েছে। সাবলীল ইংরেজিতে সে দাবি করেছে, ‘আত্মঘাতী বোমা হামলা’ বললে অনেকেই বিষয়টি ভুল বোঝে। আত্মঘাতী হামলা তার মতে ‘শহিদ হওয়ার অভিযান’।

    বিলালের প্রত্যাখ্যানের পরে, উমর নিজেই ‘শহীদ হওয়ার অভিযান’-এ নেমেছিল বলে মনে করছেন তদন্তকারীরা। আত্মঘাতী হামলা চালাতে রাজি না হলেও, উমরকে কারিগরি দিক থেকে সাহায্য করেছিল বিলাল বলে জানা গিয়েছে। হামলার জন্য ড্রোন মডিফাই করছিল সে। রকেটও তৈরি করছিল।

  • Link to this news (এই সময়)