• দমদমগামী ব্লু লাইনে বিভ্রাট? ৩টি ট্রেন বাতিলের দাবি যাত্রীদের, অভিযোগ অস্বীকার মেট্রোর
    এই সময় | ১৯ নভেম্বর ২০২৫
  • ফের মেট্রোয় বিভ্রাট? মঙ্গলবার রাত পৌনে দশটা নাগাদ দমদমগামী একাধিক ট্রেন বাতিল হয়ে যায় বলে অভিযোগ। রাতে ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। তবে মেট্রোর দাবি, সব ট্রেন চলছে, কোনও সমস্যা হয়নি। উল্লেখ্য, এ দিন সকালেও ব্লু লাইনে বিভ্রাট দেখা গিয়েছিল।

    মেট্রো যাত্রীদের একাংশের অভিযোগ, সাড়ে ৯টা থেকে তাঁরা দাঁড়িয়ে আছেন। কিন্তু এখনও পর্যন্ত ট্রেন ঢোকেনি। তাঁদের আরও অভিযোগ, ৯.৪২ মিনিট, ৯.৫২ মিনিট এবং ১০.০২ মিনিটে মেট্রো ঢোকার কথা ছিল। কিন্তু তিনটি মেট্রোই বাতিল হয়েছে।

    শুধু তাই নয়। এই সংক্রান্ত কোনও ঘোষণা হয়েছে কি না, তাও বোঝা যাচ্ছে না বলে অভিযোগ যাত্রীদের একাংশের। এক যাত্রীর কথায়, ‘কিছু একটা ঘোষণা হলো, কিন্তু কী বললেন, কিছুই বোঝা গেল না।’ রাত ১০.২০-তে দমদমগামী শেষ মেট্রো রয়েছে বলে জানা গিয়েছে।

    বেশ কয়েকটি মেট্রো লেটে চলছে বলেও অভিযোগ করেছেন যাত্রীরা। এই নিয়ে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এই সময় অনলাইন। কলকাতা মেট্রোর তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, সব ট্রেন সময়ে চলছে। কোনও সমস্যা হয়নি। উল্লেখ্য, এ দিন সকালেও দমদমগামী মেট্রোয় বিভ্রায় হয়। মেট্রোর তরফে জানানো হয়েছে, যাত্রীদের কথা মাথায় রেখে সমস্যা সত্ত্বেও সমস্ত ট্রেন চালানো হচ্ছে।

  • Link to this news (এই সময়)