• এবার থেকে রবিবারেও মিলবে এসি লোকাল
    আজকাল | ১৯ নভেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বাড়ছে এসি লোকালের সংখ্যা। এবার থেকে রবিবারেও চলবে এসি লোকাল। এটা ঘটনা যাত্রী বাড়ায় চাহিদা বেড়েছে এসি লোকালের। আর সেই কারণেই এবার রবিবারেও চলবে এসি লোকাল। শিয়ালদহ–কল্যাণী এবং শিয়ালদহ–কৃষ্ণনগর এই দুই রুটে বর্তমানে এসি লোকালের পরিষেবা রয়েছে। পরিষেবা রয়েছে রানাঘাট–বনগাঁ–শিয়ালদহ রুটেও। সেখানে যাত্রী সংখ্যা ক্রমেই বাড়ছে। আর তাই আপাতত পরীক্ষামূলকভাবে চলবে রবিবারের এই পরিষেবা। এছাড়া, সোমবার থেকে শনিবার এবার শিয়ালদহ থেকে কল্যাণীর মধ্যেও নতুন সময়ে এসি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হল।

    রেল জানিয়েছে, রবিবার শিয়ালদহ থেকে এসি লোকাল ছাড়বে সকাল ১১ টা ৫৫মিনিটে। কৃষ্ণনগর পৌঁছবে দুপুর ২টো ২০ মিনিটে। অপরদিকে, কৃষ্ণনগর থেকে ছাড়বে দুপুর ৩টে ৫৭ মিনিটে। শিয়ালদহ পৌঁছবে সন্ধে ৬টা ২০ মিনিটে। 

    এই পরিষেবার মধ্যেই নৈহাটি, কল্যাণী রানাঘাট সহ ঘোষিত স্টেশনগুলিতে দাঁড়াবে এসি লোকাল। সাফল্য মিললে সম্পূর্ণরূপে রবিবার পরিষেবা রেখে দেওয়া হবে। বর্তমানে সোমবার থেকে শনিবার পর্যন্ত এসি লোকালের পরিষেবা ছিল। কিন্তু এতটাই চাহিদা বেড়ে গিয়েছে যে, রবিবারও শুরু করার জন্য যাত্রীদের তরফে আবেদন আসছে। আর তাই পরীক্ষামূলকভাব এসি লোকাল চালানোর সিদ্ধান্ত নিল রেল।

    আবার শিয়ালদহ থেকে দুপুর ৩টে ১০ মিনিটে কল্যাণীর উদ্দেশে এসি লোকাল ছাড়বে। কল্যাণী পৌঁছবে বিকেল ৪টে ৩২ মিনিটে। কল্যাণী থেকে এসি লোকাল ছাড়বে বিকেল ৫টা ২ মিনিটে। শিয়ালদহ পৌঁছবে সন্ধে ৬টা ২০ মিনিটে। প্রতিদিন কল্যাণী এইমস–এ অনেক রোগী এবং তাঁদের পরিজনরা যাতায়াত করেন। মূলত, তাঁদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

    এর পাশাপাশি এও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরীক্ষামূলকভাবে গোপালনগর এবং বামনগাছিতে এবার থেকে এসি লোকাল থামানোর প্রস্তাব গৃহীত হয়েছে। এই দু’টি স্টেশনে এবার থেকে এসি লোকাল থামবে বলেও জানানো হল। এছাড়াও, শিয়ালদহ ডিভিশনে নতুন ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে।

    দমদম ক্যান্টনমেন্ট থেকে বনগাঁ এবং বনগাঁ থেকে বারাসত প্রতিদিন নতুন একটি করে লোকাল ট্রেনের পরিষেবা বৃদ্ধি করা হল। চাহিদা বেশি থাকায় সম্প্রসারিত করা হয়েছে তিনটি রুটের তিনটি লোকালকেও। বর্তমানে যে বিবাদীবাগ–বারাকপুর লোকাল চলছে সেটি বিবাদী বাগ থেকে কল্যাণী পর্যন্ত চলবে। ব্যারাকপুর–শিয়ালদহ লোকাল কল্যাণী থেকে শিয়ালদহ করা হয়েছে। 

    হাসনাবাদ থেকে বারাসতের মধ্যে চলাচলকারী লোকাল ট্রেন পরিষেবা হাসনাবাদ থেকে দমদম ক্যান্টনমেন্ট করা হয়েছে। 

    এই প্রসঙ্গে শিয়ালদহ বিভাগের ডিআরএম রাজীব সাক্সেনা জানান, ‘‌এসি লোকালের যত যাত্রী হবে বলে আমরা ভেবেছিলাম, তার থেকে অনেকটাই বেশি যাত্রী হচ্ছে। বিশেষ করে শিয়ালদহ–কল্যাণী–রানাঘাট রুটে এসি লোকালে ১৫০ শতাংশের বেশি টিকিট বিক্রি হচ্ছে। অন্যদিকে, কৃষ্ণনগর–শিয়ালদহ রুটের এসি লোকালের পরিষেবার সময় ব্যস্ত সময়ের মধ্যে পড়ে না। তবুও তার টিকিটের চাহিদা ৯০ শতাংশ ছাড়িয়ে যাচ্ছে। সেই কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবারেও এই পরিষেবা থাকবে।’‌ 
  • Link to this news (আজকাল)