আজকাল ওয়েবডেস্ক: বনগাঁয় সম্প্রতি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে৷ জলাজমির মধ্যে পড়ে থাকা ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ। ব্যাগের ভেতরে মানুষের হাড়গোড়, খুলি৷ ঘটনা ঘিরে ব্যাপক শোরগোল উত্তর চব্বিশ পরগণার সীমান্তবর্তী শহর বনগাঁর ঢাকাপাড়া এলাকায়। ওই ব্যাগ এই এলাকায় কীভাবে এল বা এর নেপথ্যে কারা, উদ্ধার হওয়া হাড় কার, এর পেছনে কি কোনও তন্ত্রসাধণা - এসব প্রশ্নের উত্তর বর্তমানে তদন্তাধীন৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উদ্ধার হওয়া হাড় খুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বনগাঁ মহকুমা হাসপাতালে। তদন্ত শুরু করেছে বনগাঁ পুলিশ৷
ঢাকা পাড়া বনগাঁর ২১ নম্বর ওয়ার্ডের অধীনে পড়ে। জানা গিয়েছে ওই এলাকার একটা নির্দিষ্ট অংশ দীর্ঘদিন ধরে জলমগ্ন। মাসখানেক আগে ওই জলের মধ্যেই ঢাকা পাড়ার স্থানীয় কিছু বাসিন্দা একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন৷ তবে বিষয়টিকে গুরুত্ব দেননি কেউই। পরে মঙ্গলবার সকালে আচমকা কয়েকজনের মধ্যে গুঞ্জন শুরু হয়৷ সকলের মধ্যে প্রশ্ন জাগে, 'ব্যাগের মধ্যে কী?' এরপর সকলে মিলে সিদ্ধান্ত নেন যে ব্যাগটি খুলে দেখা হবে৷ এরপর ব্যাগ খুলতেই চোখ কপালে সবার। ব্যাগে মানুষের খুলি, হাড়গোড়। শুধু তাই নয়, জানা গিয়েছে, সেখানে লালকালিতে কিছু লেখাও ছিল। এরপরই তড়িঘড়ি পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ আধিকারিকরা।
ব্যাগের সমস্ত খুলি হাড়গোড় ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বনগাঁ হাসপাতালে। এর পেছনের কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। পুরো ঘটনায় ভীত সন্ত্রস্ত বনগাঁর ঢাকাপাড়াবাসী। এক বাসিন্দা বলেছেন, "অনেকদিন ধরেই ব্যাগটা রয়েছে। তবে ভিতরে এমন কিছু থাকতে পারে ভাবিনি।"