এনকাউন্টারে খতম মাওবাদী নেতা মাদভি হিডমা, মাথার দাম ছিল ৫০ লক্ষ টাকা
বর্তমান | ১৯ নভেম্বর ২০২৫
অমরাবতী, ১৮ নভেম্বর: দেশ থেকে মাওবাদীদের নিশ্চিহ্ন করার কথা আগেই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই কাজে টার্গেটও বেঁধে দিয়েছেন তিনি। আগামী বছর অর্থাৎ ২০২৬-এর ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মুছে যাবে মাওবাদীরা। সেই টার্গেট মাথায় নিয়েই দেশজুড়ে মাওবাদী দমন অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী ও পুলিশ। তেমনই আজ, মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামারাজু জেলার মারেডুমিল্লির জঙ্গলে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে অভিযানে যায় পুলিশ। সেখানে অন্ধ্রপ্রদেশ পুলিশ পৌঁছতেই মাওবাদীরা প্রথমে হামলা চালায়। পাল্টা জবাব দেয় পুলিশও। আর পুলিশের গুলিতে নিকেশ হয় ছয় মাওবাদী।এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। নিহত মাওবাদীদের মধ্যে রয়েছে শীর্ষ নেতা মাদভি হিডমা। যিনি গোটা দেশে ছোট বড় ২৬টি মাওবাদী হামলার সঙ্গে যুক্ত ছিলেন। তার মাথার দাম ছিল ৫০ লক্ষ টাকা। মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিল মাদভি। জন্ম ১৯৮১ সালে, ছত্তিশগড়ের সুকমায়। এদিনের এই অভিযান প্রসঙ্গে অন্ধ্রপ্রদেশের ডিজিপি হরিশ কুমার গুপ্ত জানিয়েছেন, সকাল ৬টা থেকে ৭টার মধ্যে এনকাউন্টার প্রক্রিয়া চলে। শীর্ষ মাওবাদী নেতা সহ ছ’জনকে খতম করা হয়েছে। যদিও এখনও তল্লাশি অভিযান চলছে। সূত্রের খবর, পুলিশের এই অভিযানে মাদভি হিডমা সহ নিহত হয়েছে তার স্ত্রী রাজে ওরফে রাজাক্কার। ২০১০ সালের ছত্তিশগড়ের দান্তেওয়ারায় হামলা, যাতে শহিদ হন ৭৬ জন সিআরপিএফ জওয়ান, ২০১৩-তে ঝিরমঘাঁটিতে মাওবাদী হামলার মতো একাধিক বড় অপারেশনের সঙ্গে যুক্ত ছিল মাদভি হিডমা। তার নেতৃত্বেই এই হামলাগুলি চলে।