নয়া দিল্লি, ১৮ নভেম্বর: সাত সকালেই দিল্লির একাধিক আদালতে বোমাতঙ্ক। তিস হাজারি এবং সাকেত জেলা আদালতে বোমাতঙ্কের খবর পাওয়া গিয়েছে। রোহিণী ও পাতিয়ালা আদালতেও বোমাতঙ্কের অভিযোগ। সম্প্রতি দিল্লিতে হওয়া বিস্ফোরণের পর ধীরে ধীরে ছন্দে ফিরছে রাজধানী। তার মধ্যেই এই বোমাতঙ্কের হুমকি মেলায় ছড়িয়েছে আতঙ্ক। জানা গিয়েছে, আজ, মঙ্গলবার দিল্লির সাকেত জেলা আদালত ও তিস হাজারি আদালত সহ তিনটি আদালতে বোমা হামলার হুমকির ইমেল আসে। তড়িঘড়ি খালি করে দেওয়া হয় আদালত চত্বর। সমস্ত জেলা আদালতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পৌঁছে গিয়েছে বম্ব স্কোয়াড, সঙ্গে রয়েছে স্নিফার ডগ। এর পাশাপাশি দ্বারকায় একটি ও প্রশান্ত বিহার এলাকায় অবস্থিত দুটি সিআরপিএফ স্কুলেও বোমা হামলার হুমকি ইমেল গিয়েছে বলে অভিযোগ। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।