• সার্ভারে সমস্যা, বিশ্বের একাধিক ওয়েবসাইট বন্ধ, খোলা যাচ্ছে না এক্স-ও
    বর্তমান | ১৯ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আচমকাই সমস্যা এক্স, চ্যাট জিপিটি এবং ইনস্টাগ্রামের মতো সাইট বা অ্যাপগুলিতে। আজ, মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বজুড়ে যান্ত্রিক বিভ্রাট দেখা দিয়েছে একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম-এ। যার ফলে সমস্যায় পড়েন পৃথিবীর কোটি কোটি মানুষ। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে ভারতেও।জানা গিয়েছে, ক্লাউডফেয়ার সার্ভারে সমস্যার ফলেই এমন পরিস্থিতির দেখা দিয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে প্রায় ১১,৫০০ রিপোর্টও জমা পড়েছে। যা খতিয়ে দেখছে ডাউনডিটেক্টর ওয়েবসাইট। এটি মূলত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে হওয়া সমস্যা খতিয়ে দেখে। সূত্রের খবর, ওয়েবসাইট সংক্রান্ত ৩০ শতাংশ এবং ২৩ শতাংশ সার্ভারের সংযোগের সমস্যার রিপোর্ট জমা পড়েছে। সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ব্যবহারকারীদের অধিকাংশই জানিয়েছেন তাঁদের অ্যাপ বা সাইট খুলতে সমস্যা হচ্ছে, লগ ইন করা যাচ্ছে না। এই বিষয়ে এলন মাস্কের সংস্থা এক্স-এর পক্ষ এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনওরকম বিবৃতি প্রকাশ করা হয়নি।
  • Link to this news (বর্তমান)