নিজস্ব প্রতিনিধি, বোলপুর: বিশ্বভারতীতে অগ্নিকাণ্ডের ঘটনা। বিশ্ববিদ্যালয়ের ভাষা ভবনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আজ, মঙ্গলবার ভাষা ভবনের দোতলায় প্রথমে ধোঁয়া দেখতে পেয়ে ছুটে আসেন বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা। প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলেও।ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। যদিও ততক্ষণে নিরাপত্তারক্ষীরা আগুন নিয়ন্ত্রণে এনে ফেলেছিলেন। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, ভাষা ভবনের এসি থেকেই কোনওভাবে শর্ট সার্কিটের জেরে আগুন লাগে। তারপরেই ধোঁয়া বেরোতে দেখা যায়। তবে, বড়সড় ক্ষয়ক্ষতি হয়নি। বিশ্বভারতীর অগ্নিনির্বাপন ব্যবস্থা থাকার কারণে অল্প সময়ের মধ্যেই আগুণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে দমকল।