ব্যাগের ভিতর থেকে উদ্ধার মাথার খুলি ও হাড়! চাঞ্চল্য
বর্তমান | ১৯ নভেম্বর ২০২৫
সংবাদদাতা, বনগাঁ: ব্যাগের ভিতর থেকে উদ্ধার মাথার খুলি ও হাড়! চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বনগাঁর ঢাকাপাড়া বনদেবীতলায়। স্থানীয় সূত্রে খবর, চলতি বছরের বর্ষায় ঢাকাপাড়া সংলগ্ন এলাকা বন্যা কবলিত হয়ে পড়ে। ভারী বৃষ্টিতে জল জমে গোটা এলাকায়। স্থানীয়দের দাবি, সেই সময়ে জলে ভেসে ওই ব্যাগটি এলাকায় চলে আসে। ব্যাগটি চেন দেওয়া ছিল। এতদিন জলের তলায় ছিল তাই ব্যাগটি কেউ দেখতে পাননি।জল শুকোতেই সেটি সকলের নজরে আসে। সন্দেহজনক ব্যাগ হওয়ায় এতদিন তাতে কেউ হাত দেয়নি। আজ, মঙ্গলবার স্থানীয় এক ব্যক্তি উৎসাহবশত ব্যাগের চেন খোলে। আর চেন খুলতেই চক্ষুচড়কগাছ। দেখা যায় তাতে মানুষের মাথার খুলি ও হাড়-গোড় রয়েছে। খবর দেওয়া হয় বনগাঁ থানায়। পুলিশ এসে ব্যাগটি উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। অনুমান, ওই ব্যাগে করে কোনও মৃতদেহ বর্ষার সময়ে জলে ভেসে এসেছিল এলাকায়। সেটিই পচে গলে গিয়েছে, ফলে হাড়-গোড় বেরিয়ে এসেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।