• রাজ্যে ৫০ হাজার শিক্ষক-শিক্ষিকার স্বচ্ছ নিয়োগ ও কর্মসংস্থান হবে, আশাবাদী শিক্ষা দপ্তর, জানালেন ব্রাত্য
    বর্তমান | ১৯ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন সরকার অনুমোদিত, সরকার পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র বেসিক বিদ্যালয়গুলিতে সহকারী শিক্ষক নিয়োগের জন্য আবেদন গ্রহণ করবে। আগামীকাল, বুধবার  থেকে অনলাইন পোর্টালের মাধ্যমে টেট উত্তীর্ণযোগ্য প্রার্থীদের কাছ থেকে এই আবেদন গ্রহণ করা হবে।পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ কর্তৃক অনুমোদিত প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য মোট ১৩,৪২১টি শূন্যপদ রয়েছে। তার জন্যই এই প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বছরের মধ্যে রাজ্যে এসএসসি-সহ প্রায় ৫০ হাজার শিক্ষক-শিক্ষিকার স্বচ্ছ নিয়োগ এবং কর্মসংস্থান হবে বলে শিক্ষা দপ্তর আশাবাদী। জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 
  • Link to this news (বর্তমান)