• প্রাথমিক শিক্ষা পর্ষদে নিয়োগ, বুধ থেকে পোর্টালে আবেদন গ্রহণ
    দৈনিক স্টেটসম্যান | ১৯ নভেম্বর ২০২৫
  • প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। বুধবার থেকেই শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া। মঙ্গলবার দুপুরে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরুর ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে ১৩৪২১টি শূন্য পদ রয়েছে। ইতিমধ্যেই রাজ্যের স্কুলগুলিতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

    গত ২৫ সেপ্টেম্বর ১৩,৪২১টি শূন্য পদে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করলেও  আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। প্রায় দেড় মাসেরও বেশি সময়ের পর অবশেষে শুরু হবে এই প্রক্রিয়া। বুধবার অর্থাৎ ১৯ নভেম্বর অনলাইন পোর্টালের মাধ্যমে টেট উত্তীর্ণ প্রার্থীদের থেকে আবেদন গ্রহণ করা হবে।

    প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ‘বুধবার অনলাইন পোর্টালের মাধ্যমে টেট  উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের কাছ থেকে সরকার অনুমোদিত, সরকার পৃষ্ঠপোষকতা-প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র বেসিক বিদ্যালয়গুলিতে সহকারী শিক্ষক নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ কর্তৃক অনুমোদিত প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য ১৩,৪২১টি শূন্যপদের জন্য এই প্রক্রিয়া পরিচালিত হবে।‘

    প্রায় চার বছর পর প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষকতার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করছে পর্ষদ। শিক্ষা দপ্তরের দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশে চলতি বছরের মধ্যে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক মিলিয়ে রাজ্যে প্রায় ৫০ হাজার শিক্ষক-শিক্ষিকার একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কর্মসংস্থান হবে।

    চলতি বছরে টেটের জন্য বরাদ্দ নম্বর এক লাফে বেড়ে হয়েছে ২০। পুরনো খসড়া বিধিতে টেটের বরাদ্দ নম্বর ছিল ৫। নতুন প্রস্তাবিত খসড়া বিধিতে নম্বর বেড়ে হয়েছে ২৫। টেটের বরাদ্দ নম্বর বৃদ্ধি পেলেও ডিএলএড-এর নম্বর কমে গেছে। আগে ছিল ১৫ আর এখন হয়েছে ৫।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)