সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ কংগ্রেস নেতা শশী থারুর। সম্প্রতি তিনি দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, যেখানে বক্তব্য রাখছিলেন মোদি। থারুর জানান, প্রধানমন্ত্রীর ভাষণে তিনি আপ্লুত এবং দর্শকের আসনে বসতে পেরে গর্বিতও।
থারুর তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘প্রধানামন্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। ভারত কীভাবে উন্নতির চরম শিখরে পৌঁছে যাচ্ছে, তা তিনি সুন্দরভাবে ব্যখ্যা করেছেন। আমি অসুস্থ ছিলাম। তা সত্ত্বেও দর্শকের আসনে বসতে পেরে আমি আনন্দিত।’ তিনি আরও লেখেন, ‘মোদি বলেছেন, ভারত এখন আর কেবল একটি উদীয়মান বাজার নয় বরং বিশ্বের জন্য একটি উদীয়মান মডেলে পরিণত হয়েছে। করোনা মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ-সহ বিশ্বব্যাপী বিভিন্ন ঘটনা ঘটলেও ভারতের অর্থনীতি সুরক্ষিতই থেকেছে।’ থারুরের কথায়, “প্রধানমন্ত্রী তাঁর ভাষণে ২০০ বছরের দাসত্বের কথা বলেছেনে। একইসঙ্গে তিনি ভারতের ঐতিহ্য, ভাষা এবং জ্ঞানের পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন।”
প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের পর থেকেই বিভিন্ন সময়ে মোদির প্রশংসা করেছেন থারুর। ভারত-পাক সংঘর্ষবিরতির পর একদিকে যখন কংগ্রেস সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল, অন্যদিকে কংগ্রেস নেতাদের বলতে শোনা গিয়েছিল, সবাই ইন্দিরা হতে পারে না। সেই পরিস্থিতিতে থারুর কার্যত কংগ্রেসের অবস্থানের উলটো দিকে দাঁড়িয়ে মোদিকেই সমর্থন করেন। দাবি করেন, ১৯৭১ আর ২০২৫ এক নয়। দু’টো সময়ের মধ্যে তফাত রয়েছে। যদিও কংগ্রেস নেতাদের তরফ থেকে থারুরের এই বক্তব্যের কোনও প্রতিক্রিয়া মেলেনি। এরই মধ্যে ফের মোদির প্রশংসায় পঞ্চমুখ থারুর। বস্তুত, কয়েকমাস ধরেই বেসুরো বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। একের পর এক মন্তব্যে তিনি নিজেই যেন কংগ্রেস ত্যাগের জল্পনা উসকে দিচ্ছেন।