SIR-এর বিরুদ্ধে অবশেষে পথে নামছে কংগ্রেস, ডিসেম্বরের শুরুতে দিল্লিতে মেগা র্যালি
প্রতিদিন | ১৯ নভেম্বর ২০২৫
সোমনাথ রায়, নয়াদিল্লি: এসআইআরের বিরুদ্ধে অবশেষে পথে নেমে আন্দোলনের সিদ্ধান্ত নিল কংগ্রেস। ডিসেম্বরের প্রথম সপ্তাহে রামলীলা ময়দানে হতে চলেছে এসআইআর বিরোধী র্যালি। পাশাপাশি দেশজুড়ে পাঁচ কোটি মানুষের স্বাক্ষর অভিযানে নামছে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল।
অতীতে লোকসভা থেকে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা থেকে শুরু করে বিজেপি বিরোধী নানা কর্মসূচি নিতে কংগ্রেসের বিরুদ্ধে আঠারো মাসে বছরের অভিযোগ তুলেছে সমমনোভাবাপন্ন দলগুলি। আরও একবার প্রমাণ হল এই অভিযোগের সত্যতা। বাংলা-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা হওয়ার এক সপ্তাহের মধ্যে কলকাতার রাজপথে সংবিধান হাতে পথে নেমেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই একই কাজ করতে কংগ্রেসের লেগে গেল আরও দুই সপ্তাহ। মঙ্গলবার ইন্দিরা ভবনে এসআইআর-এর প্রক্রিয়া চলা ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রদেশ নেতৃত্ব, পরিষদীয় দলনেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন, কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল ও অন্যান্য সাধারণ সম্পাদক ও পদাধিকারীরা। প্রায় তিন ঘণ্টা চলা বৈঠকে বিভিন্ন রাজ্যে এসআইআর সংক্রান্ত প্রস্তুতি, কীভাবে চলছে কাজ, এই ধরনের রিপোর্ট নেওয়ার পর পথে নেমে আন্দোলন সংগঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখযোগ্য বিষয় হল, দিল্লিতে উপস্থিত থাকলেও এই বৈঠকে ছিলেন না শশী থারুর।
এদিনের বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছেন মল্লিকার্জুন খাড়গে। কমিশন যে বিজেপির ছায়ায় আবদ্ধ নেই, কমিশনকে তা প্রমাণ করতে হবে, এই কথা বলেন কংগ্রেস সভাপতি। তৃণমূল স্তরে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশও দেন খাড়গে। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর গলায় এদিনও ছিল ভোট চুরি প্রসঙ্গ। কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে রাহুল জানান, এই পদ্ধতির বিরুদ্ধে রাজনৈতিক, সাংগঠনিক, আইনগতভাবে লড়তে হবে।
সূত্রের খবর, বাংলার প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার বৈঠকে দেশজুড়ে একা লড়ার প্রস্তাব দিয়েছেন। তাঁর মতে, এতে শক্তিশালী হবে দল। এদিনের বৈঠকে ঠিক হয়েছে, ২১ নভেম্বর থেকে গুজরাটে শুরু হবে জন আক্রোশ র্যালি। গান্ধীনগরে র্যালির শেষদিনে উপস্থিত থাকার কথা রাহুল গান্ধীর।