• ৫ দিন নিখোঁজ! জলাশয়ে মিলল শিশুকন্যার নিথর দেহ, খুন নাকি অন্য কিছু?
    প্রতিদিন | ১৯ নভেম্বর ২০২৫
  • বাবুল হক, মালদহ: পাঁচদিন নিখোঁজ ছিল শিশুকন্যা। অবশেষে মঙ্গলবার বাড়ি থেকে কিছুটা দূরের একটি জলাশয় থেকে উদ্ধার হল তার নিথর দেহ। মঙ্গলবার দুপুরে দেহটি উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদহের মোথাবাড়ি থানা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অনুমান, শিশুকন্যাটিকে খুন করে দেহ জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে। জলে ডুবে মৃত্যু না কি, অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তারপরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর বাবা মনোজ মণ্ডল। তিনি মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লীলারামটোলার বাসিন্দা। বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে রয়েছে তাঁর চাষের জমি। শুক্রবার জমিতে কাজ করছিলেন তিনি ও তাঁর স্ত্রী। সঙ্গে গিয়েছিল দম্পতির বছর পাঁচের শিশুকন্যাও। ওই দিন বিকেলে মেয়েটি জমি থেকে বাড়ির উদ্দেশ্যে চলে আসে। কিন্তু বাড়ি ফেরেনি। রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় সে। পরিবারের পক্ষ থেকে মোথাবাড়ি থানার পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করা হয়।

    অভিযোগ পাওয়ার পর শিশুকন্যার খোঁজে গ্রামজুড়ে চিরুনি তল্লাশি চালানো হয়। পাশের জেলা মুর্শিদাবাদ থেকে আনা হয় ডগ স্কোয়াড। উত্তর লক্ষ্মীপুরের লীলারামটোলার আনাচে-কানাচে তল্লাশি চালায় ডগ স্কোয়াড। গ্রাম লাগোয়া সমস্ত জমি, বাগান, পুকুরপাড়-সহ বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চলে। সেই তল্লাশিতে কিছু মেলেনি। পুলিশ জানিয়েছে, ডগ স্কোয়াড তল্লাশি চালিয়ে ফিরে যাওয়ার পর তাদের কাছে খবর আসে লীলারামটোলা এলাকায় এক ব্যক্তির বাড়ির পাশের এক জলাশয়ে শিশুকন্যার নিথর দেহ ভাসতে দেখেন গ্রামবাসীরা। তদন্তকারীরা দেহটি উদ্ধার করে।

    দেহ উদ্ধারের পর চাঞ্চল্য ছড়িয়েছে এলারকায়। গ্রামবাসীরা জানাচ্ছেন, শিশুকন্যার পরিবারের সঙ্গে এলাকার কারও কোনও বিবাদ নেই। কিন্তু তাঁদের অনুমান বাচ্চাটিকে কেউ বা কারা খুন করেছে। পুলিশ তদন্ত করলে সত্যিটা সামনে আসবে। পুলিশের তরফে জানানো হয়েছে, খুন নাকি জলে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে তা এখনও পষ্ট নয়। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট আসলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
  • Link to this news (প্রতিদিন)