অর্ণব আইচ: সাতটি খুন করে কলকাতায় গা ঢাকা! শহরের বুকে অ্যাপ বাইক চালাচ্ছিল উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার। মাস পাঁচেক আগে তিহাড় জেল থেকে প্যারোল থেকে বেরিয়ে ফেরার হয়ে যায় সে। দিল্লি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার তাকে রিপন স্ট্রিট থেকে গ্রেপ্তার করল পুলিশ।
কুৎ্যাত গ্যাংস্টারের নাম মহম্মদ সহরাব। সেলিম, রুস্তম ও সহরাব তিনভাই মিলে একটি গ্যাং চালত। ২০০০ সাল নাগাদ তাদের বিরুদ্ধে খুন, ডাকাতি-সহ একাধিক অভিযোগ ওঠে। ২০০৫ সালে তা মাত্রা ছাড়ায়। ইদের দিন একঘণ্টায় ৩টি খুন করে সহরাব। তৎকালীন লখনউ এসএসপিকে ফোন করে চ্যালেঞ্জ করে সহরাব বলে পুলিশ পারলে তাকে ধরে দেখাক। তারপরই একের পর এক খুন। এরপর ২০১১ সালে দিল্লির কারোল বাগে একটি সোনার দোকানের লুট ও খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয় সহরাব ও তার এক ভাইকে। দু’জনকে যাবজ্জীবন সাজা ঘোষণা করে দিল্লি আদালত। তারপর থেকে তিহাড় জেলে বন্দি ছিল সহরাব।
দীর্ঘদিন বন্দি থাকার পর স্ত্রীর অসুস্থতার কথা বলে চলতি বছর ২৬ জুন প্যারোলে ছাড়া পায় সহরাব। ৪ জুলাই জেলে ফিরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু যায়নি। পালিয়ে আসেন তপসিয়ায় আত্মীয়ের বাড়িতে। গা ঢাকা দিয়ে এখানেই থাকছিল। পরিচয় গোপন করে অ্যাপ বাইক চালক হিসাবে কাজও করছিল। এদিকে কুখ্যাত গ্যাংস্টার জেলে ফিরে না যাওয়ায় বিশেষ তদন্তকারীদল গঠন করে দিল্লি ও উত্তরপ্রদেশ পুলিশ। তদন্ত শুরু হওয়ার পর জানা যায় সহবার লুকিয়ে রয়েছে তপসিয়ায়। খবর দেওয়া হয় কলকাতা পুলিশকে। অবশেষে আজ মঙ্গলবার তাকে রিপন স্ট্রিট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করল দিল্লি ও কলকাতা পুলিশ।