• কেন্দ্র-রাজ্য প্রশাসনিক সমন্বয়ে নারাজ সংঘ! মুখপত্রে নাম না করে মোদিকে ‘খোঁচা’
    প্রতিদিন | ১৯ নভেম্বর ২০২৫
  • রূপায়ণ গঙ্গোপাধ্যায়: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে কেন্দ্রের সরকারের প্রশাসনিক সমন্বয় ভাল চোখে দেখছে না আরএসএস। রাজ‌্য বিজেপির একাংশের চাপেই সংঘ কেন্দ্র-রাজ্য প্রশাসনিক বোঝাপড়ায় নারাজ বলে রাজনৈতিক মহলের অভিমত।

    বাংলায় প্রকাশিত সংঘ মুখপত্র ‘স্বস্তিকা’য় নাম না করে রাজ্য, কেন্দ্রের সম্পর্কের সমালোচনা করা হয়েছে। স্বস্তিকা’র উত্তর সম্পাদকীয়তে বাংলার ‘বেহাল’ দশার উল্লেখ করা হয়েছে। আর সেজন্য কেন্দ্রীয় সরকারকেও কাঠগড়ায় তুলেছে আরএসএস। এমনকী সম্পাদকীয়র একেবারে শেষে বলা হয়েছে, “পশ্চিমবঙ্গের এই দুর্দিনে রাজ্যবাসীর পাশে থাকার কথা যার, দেশের সেই সর্বময় কর্তা এখনও দিদি-ভাইয়ের মধুর সম্পর্ক রক্ষায় ব্যস্ত। এতে নাকি দেশের গণতন্ত্রের ভিত শক্ত হয়, কেন্দ্র ও রাজ্যের মধুর সম্পর্ক পাকাপোক্ত থাকে। তাই তিনি বঙ্গজননীর আর্তনাদ না শোনার প্রতিজ্ঞায় অটল।” এমন বক্তব্যে কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই ইঙ্গিত করা হয়েছে বলে ধারণা রাজনৈতিক মহলের।

    যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্র, রাজ‌্যের সুসম্পর্ক থাকাটাই রীতি। দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কোনও রাজ্যের মুখ‌্যমন্ত্রীর প্রশাসনিক ক্ষেত্রে সুসম্পর্ক ও সৌজন‌্য থাকাটই কাম‌্য। বাংলাতেও রাজ‌্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক সমন্বয় রয়েছে। কিন্তু তাতে রাজ‌্য বিজেপির একাংশের সমস‌্যা রয়েছে বলেই সূত্রের খবর। তাই সেই শিবিরের চাপেই স্বস্তিকার উত্তর সম্পাদকীয়তে রাজ‌্যের সঙ্গে কেন্দ্রের প্রশাসনিক সমন্বয়ের সমালোচনা করে মোদির নাম না করে খোঁচা দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। রাজ‌্য-কেন্দ্র প্রশাসনিক সমন্বয় ঠিক থাকাই যেখানে কাম্য, সেখানে বাংলায় সংঘ মুখপত্রে কেন তাতে আপত্তি তোলা হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
  • Link to this news (প্রতিদিন)