• ২২ বছর পর ফুটবলে বাংলাদেশের কাছে হার ভারতের, স্ট্রাইকারদের ব্যর্থতায় মানরক্ষার ম্যাচেও ব্যর্থ জিঙ্ঘনেরা
    আনন্দবাজার | ১৮ নভেম্বর ২০২৫
  • মুখরক্ষার ম্যাচেও হার ভারতের। এশিয়ান কাপে খেলার আশা আগেই শেষ হয়ে গিয়েছিল খালিদ জামিলের দলের। মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ পর্বের এই ম্যাচ ছিল সম্মান বাঁচানোর। তাতেও ০-১ ব্যবধানে হেরে গেলেন সন্দেশ জিঙ্ঘনেরা। ২২ বছর পর ভারতের বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ।

    ঘরের মাঠে বাংলাদেশকে হারাতে পারেননি সুনীল ছেত্রীরা। গত মার্চের সেই ম্যাচ ড্র হয়েছিল। আর মঙ্গলবার ঢাকায় সুনীলহীন ভারতীয় দল হেরেই গেল। আগ্রাসী মেজাজে খেলা শুরু করেছিল ভারতীয় দল। প্রথম ১০ মিনিট বাংলাদেশের অর্ধেই বল ছিল বেশি। তবে গোলের তেমন সুযোগ তৈরি করতে পারেননি রাহিম আলিরা। এর মধ্যেই প্রতি আক্রমণে উঠে ১১ মিনিটে গোল করে বাংলাদেশ। বাঁ দিক থেকে রাকিব হোসেন বল বাড়ান ভারতের বক্সের মধ্যে। গুরপ্রীত সিংহ সান্ধুকে একা পেয়ে যান শেখ মোরসালিন। গোল করতে ভুল করেননি তিনি। তাঁর এই গোলেই শেষ পর্যন্ত হেরে গেল ভারত।

    পিছিয়ে পড়লেও বলের দখল অধিকাংশ সময় নিজেদের পায়েই রেখেছিলেন আনোয়ার আলি, নিখিল প্রভুরা। ৩১ মিনিটে প্রায় গোল করে ফেলেছিলেন রাহিম। বাংলাদেশের গোলরক্ষক পরাস্ত হলেও বাংলাদেশকে বিপন্মুক্ত করেন হামজা। এর পর খেলার গতি বাড়ায় বাংলাদেশও। আক্রমণ-প্রতিআক্রমণে খেলা জমে উঠলেও প্রথমার্ধে আর গোল হয়নি।

    ০-১ ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা ভারতীয় ফুটবলারেরা সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠেন। শুরুতেই নিখিলকে তুলে মহেশ সিংহকে নামান খালিদ। মাঝমাঠে ভারতের দাপট বাড়ে। কিন্তু বাংলাদেশের রক্ষণে তেমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারেননি ভারতীয় ফুটবলারেরা। লম্বা লম্বা পাসে আক্রমণ তৈরি চেষ্টাও কাজে আসেনি ভারতের। বাংলাদেশের রক্ষণের সামনে বার বার খেই হারিয়েছে ভারতের আক্রমণ। এ দিনের হারের ফলে গ্রুপে সকলের নীচেই থাকল ভারতীয় দল। শেষ বার ২০০৩ সালে বাংলাদেশের কাছে হেরেছিল ভারতীয় ফুটবল দল।
  • Link to this news (আনন্দবাজার)