• বরাহনগর-নোয়াপাড়ার মাঝে বিভিন্ন জায়গায় সিগন্যালের তার কাটা! সকাল থেকে ব্লু লাইনে বিঘ্নিত মেট্রো পরিষেবা
    আনন্দবাজার | ১৮ নভেম্বর ২০২৫
  • ফের বিভ্রাট মেট্রোয়! ব্যস্ত সময়ে ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) ধুঁকতে ধুঁকতে এগোল পরিষেবা। যার জেরে সপ্তাহের দ্বিতীয় কাজের দিন সকালে ভুগতে হল নিত্যযাত্রীদের।

    অফিসযাত্রীরা জানাচ্ছেন, সম্ভবত সিগন্যালের গোলযোগের জেরেই এই বিপত্তি। মূলত দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী ডাউন লাইনেই এমনটা হচ্ছে। এক অফিসযাত্রী অর্ক বিশ্বাসের কথায়, ‘‘দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া ঢুকতে সময় লেগেছে ৩৮ মিনিট, যেখানে স্বাভাবিক সময়ে খুব বেশি হলে সাত থেকে আট মিনিট সময় লাগে। নোয়াপাড়ার পর থেকেও বেশ ধীরগতিতে মেট্রো চলছে। ম্যানুয়ালি গাড়ি ছাড়ার সিগন্যাল দেওয়া হচ্ছে।’’

    আর এক যাত্রীর কথায়, ডাউন ব্লু লাইনে মেট্রো দক্ষিণেশ্বর ও বরাহনগরের মাঝে ৮টা ৪২ মিনিট থেকে ৮টা ৫৭ মিনিট পর্যন্ত দাঁড়িয়েছিল। তার পর কোনওমতে গাড়ি বরাহনগরে ঢোকে। বরাহনগর স্টেশনে ঢুকে ফের দাঁড়িয়ে পড়ে মেট্রো। ঘোষণা করা হয়, নোয়াপাড়া থেকে সিগন্যাল না পাওয়ায় গাড়ি ছাড়তে দেরি হবে। দমদমে অপেক্ষারত এক যাত্রী জানালেন, দক্ষিণেশ্বরগামী একটি ট্রেন দমদমে ঢোকার পর যাত্রীদের নামিয়ে ট্রেনটি খালি করে দেওয়া হয়। তার পর ওই গাড়িটিই ফের রওনা দেয় শহিদ ক্ষুদিরামের পথে। অবশ্য আপ লাইনে, অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের পথে পরিষেবা প্রায় স্বাভাবিক। যাত্রীরা বলছেন, আপ লাইনে নির্দিষ্ট সময়সূচি মেনেই মেট্রো চলছে।

    দক্ষিণেশ্বর ব্লু লাইনে মেট্রোর প্রান্তিক স্টেশন। স্কুল-কলেজ কিংবা কাজে যাওয়ার জন্য সড়ক বা ট্রেনপথে এসে অনেকেই দক্ষিণেশ্বর থেকে মেট্রোয় ওঠেন। এ বার সকাল সকাল সেই স্টেশন থেকেই মেট্রো পরিষেবায় বিভ্রাটের জেরে দুর্ভোগের মুখে পড়তে হয়েছে যাত্রীদের। অন্য স্টেশনগুলিতেও দেরিতে মেট্রো আসায় স্টেশনে বেশ কিছু ক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। তার পর মেট্রো এলেও অত্যধিক ভিড়ের কারণে কয়েকটি মেট্রো ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন কেউ কেউ। প্রায় আড়াই ঘণ্টা পরিষেবা বিঘ্নিত থাকার পর স্বাভাবিক হয়। ওই সময়ে মেট্রো চলে ম্যানুয়াল সিগন্যালে। তার ফলে এক একটি স্টেশন যেতে সময় লেগে গিয়েছিল ১৩-১৪ মিনিট।

    অন্য দিকে, মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোমবার রাতে নিয়মিত পরিদর্শনের সময় কর্মীরা দেখতে পান যে বরানগর এবং নোয়াপাড়ার মধ্যবর্তী জায়গায় বেশ কয়েকটি স্থানে কয়েকটি সিগন্যালিং তার কাটা রয়েছে। যাতে গোটা সিগন্যালিং ব্যবস্থা ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য মঙ্গলবার সকাল থেকেই শুরু হয় নতুন তার বসানোর কাজ। যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। এর জেরে ব্লু লাইনের পুরো অংশে ট্রেন পরিষেবা প্রভাবিত না হলেও ম্যানুয়ালি সিগন্যাল পরিচালনার কারণে দক্ষিণেশ্বর এবং দমদমের মধ্যে ট্রেন চলাচলে দেরি হতে পারে।
  • Link to this news (আনন্দবাজার)