• বৃহস্পতিবার ৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, কারণ জানালেন কর্তৃপক্ষ
    এই সময় | ১৯ নভেম্বর ২০২৫
  • বৃহস্পতিবার দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর। মঙ্গলবারই এই ঘোষণা করা হয়েছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের তরফে। জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৬ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে ওই বিমানবন্দর। সেই দিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্ধ রাখা হবে মুম্বই বিমানবন্দর।

    মঙ্গলবারই একটি ‘প্যাসেঞ্জার অ্যাডভাইজ়ারি’ দেওয়া হয়েছে মুম্বইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের তরফে। তাতেই জানানো হয়েছে, প্রতি বর্ষার পর সেখানে বার্ষিক রক্ষণাবেক্ষণের কাজ চলে। যাতে নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং বিশ্বব্যাপী বিমান চলাচলের মান নিশ্চিত করা যায় এবং মসৃণ ও নিরাপদ ভ্রমণ সম্ভব হয় সেই কারণেই এই কাজ করা হয়। এই কারণেই বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিমানবন্দরের দু’টি রানওয়েই বন্ধ থাকবে।

    বিমানবন্দর অপারেটর জানিয়েছেন, রক্ষণাবেক্ষণের মধ্যে রানওয়ের আলো, চিহ্ন এবং নিষ্কাশন ব্যবস্থার বিস্তারিত পরিদর্শন করা হবে। এই সঙ্গেই রানওয়েতে মেরামত এবং প্রযুক্তিগত কাজগুলিও অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে।

    ওই দিন দু'টি প্রধান রানওয়ে ০৯/২৭ এবং ১৪/৩২-এ এই রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এই বিমানবন্দর থেকে প্রতি দিনই প্রায় ৯৫০টি ফ্লাইট যাতায়াত করে।

    জানা গিয়েছে, এই জন্য ইতিমধ্যেই নোটিস টু এয়ারমেন (NOTAM) জারি করা হয়েছে। এর ফলে ফ্লাইট পরিষেবা সংস্থাগুলি আগে থেকেই পরিকল্পনা করতে পারবে। তাতে যাত্রীদের অসুবিধা কম হয় তাও দেখা হবে।

    অন্য দিকে, আগামী ২৫ ডিসেম্বর থেকে নাভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে বাণিজ্যিক পরিষেবা চালু হবে বলেও মঙ্গলবার জানানো হয়েছে। প্রাথমিক ভাবে, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সেখানে পরিষেবা থাকবে। আপতত এই বিমানবন্দর থেকে দিনে ২৩টি ফ্লাইট ছাড়বে।

    গত ৮ অক্টোবর নাভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • Link to this news (এই সময়)