• জলসীমান্ত লঙ্ঘন করায় ফের আটক বাংলাদেশি ট্রলার, ৩ দিনে ধৃত ৭৯
    এই সময় | ১৯ নভেম্বর ২০২৫
  • এই সময়, ফ্রেজারগঞ্জ: বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বঙ্গোপসাগর থেকে সোমবার বিকেলে আবারও একটি বাংলাদেশি ট্রলারকে আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। পরে ওই ট্রলারে থাকা ২৪ জন বাংলাদেশিকে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দিলে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা সকলেই বাংলাদেশের কক্সবাজার এলাকার বাসিন্দা বলে পুলিশকে জানিয়েছে। গত শনিবার, রবিবার এবং সোমবার পরপর তিনদিনে তিনটি বাংলাদেশি ট্রলার আটক এবং ৭৯ জন বাংলাদেশি গ্রেপ্তার হল। পর পর ট্রলার-সহ বাংলাদেশিরা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমান্ত অতিক্রম করে সুন্দরবনের উপকূলে ঢুকে পড়ায় চ্যালেঞ্জের মুখে সুন্দরবনের জলসীমান্ত নিরাপত্তা ব্যবস্থা।

    পুলিশ সূত্রের খবর, সোমবার বিকেলে বঙ্গোপসাগরে টহল দেওয়ার সময় এফবি নূর-ই-মদিনা নামের বাংলাদেশি একটি ট্রলারকে ভারতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) প্রায় দুই নটিক্যাল মাইল ভেতরে দেখতে পায় উপকূলরক্ষী বাহিনী। তড়িঘড়ি বাহিনীর জাহাজ ট্রলারটিকে আটক করে। ট্রলারে থাকা ২৪ জন মৎস্যজীবীকে আটক করে গভীর রাতে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে এসে পুলিশের হাতে তুলে দেয় উপকূলরক্ষী বাহিনী।

    গত শনিবার গভীর রাতে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জল সীমানা লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশি ট্রলার এফবি আমিনা গনিকে আটক করার পাশাপাশি ২৯ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করা হয়। রবিবার বিকেলে বাংলাদেশি আরেকটি ট্রলার এফবি মায়ের দোয়াকে আটক করার পাশাপাশি ২৬ জন মৎস্যজীবী গ্রেপ্তার হয়। সোমবার বিকেলেএফবি নুর-ই-মদিনা নামক বাংলাদেশি ট্রলারটিকে নিয়ে গত তিনদিনে তিনটি ট্রলার আটকের পাশাপাশি ৭৯ জন বাংলাদেশি গ্রেপ্তার করল ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ।

    ধৃতরা সত্যিই কি মৎস্যজীবী, না কি বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি থেকে বাঁচার জন্য ট্রলারে চেপে ভারতে অনুপ্রবেশ করছিল? ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে চাইছে পুলিশ। ইতিমধ্যে এক প্রেস বিবৃতিতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর অমৃত কৌর এবং কমলাদেবী নামক দু'টি জাহাজ উত্তর বঙ্গোপসাগরে আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখায় নজরদারির সময় ওই তিনটি বাংলাদেশি ট্রলার-সহ ৭৯ জন বাংলাদেশিকে আটক করেছে।

  • Link to this news (এই সময়)