গুজরাতে অ্যাম্বুলেন্সে আগুন, পুড়ে মৃত নবজাতক ও চিকিৎসক সহ চার
বর্তমান | ১৯ নভেম্বর ২০২৫
আমেদাবাদ: হঠাৎ শারীরিক অবস্থার অবনতি নবজাতকের। স্থানীয় হাসপাতাল থেকে তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে নিয়ে যাওয়া হচ্ছিল অন্য একটি বেসরকারি হাসপাতালে। মাঝরাস্তায় ভয়াবহ বিপর্যয়। আগুন ধরে গেল অ্যাম্বুলেন্সে। ঝলসে মৃত্যু হল নবজাতকের। আগুনে পুড়ে মারা গেলেন এক চিকিৎসক, নার্স ও নবজাতকের বাবাও। এই মর্মান্তিক দুর্ঘটনায় সদ্যোজাত সহ ৪ জনের মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গুজরাতের মোদাসা শহরে।
পুলিশ জানিয়েছে, আরাবল্লী জেলার মোদাসার একটি স্বাস্থ্যকেন্দ্রে সোমবার সন্তান প্রসব করেন জিগনেশ মোচি নামে এক যুবকের স্ত্রী। মাঝরাতে নবজাতকের শারীরিক পরিস্থিতির অবনতি হয়। সঙ্গে সঙ্গে সদ্যোজাতকে নিয়ে ধানশুরার একটি বেসরকারি হাসপাতালের উদ্দেশে রওনা হন জিগনেশ। অ্যাম্বুলেন্সে তাঁর সঙ্গে ছিলেন চিকিৎসক শান্তিলাল রেন্তিয়া এবং নার্স ভুরিবেন মানাত এবং দুই প্রতিবেশী। মাঝপথে রাত একটা নাগাদ অ্যাম্বুলেন্সটিতে হঠাৎই আগুন ধরে যায়। পুলিশ ইনসপেক্টর ডি বি ভালা জানান, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, আগুন লাগার পর একটি পেট্রল পাম্পের কাছে অ্যাম্বুলেন্স থামিয়ে দেন চালক। সামনের আসনে থাকা দুই প্রতিবেশী এবং চালক কোনওক্রমে বেরিয়ে আসতে সক্ষম হন। আপাতত হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা। পিছনের আসনে থাকা জিগনেশ, তাঁর শিশুসন্তান, চিকিৎসক এবং নার্সের ঘটনাস্থলেই মৃত্যু হয়। জেলা পুলিশ সুপার মনোহর সিন জাদেজা বলেন, ঘটনার তদন্তে ফরেনসিক বিশেষজ্ঞদের ডাকা হয়েছে।