নয়াদিল্লি: দিল্লি বিস্ফোরণে অভিযুক্ত জাসির বিলাল ওয়ানিকে মঙ্গলবার ১০ দিন এনআইএ হেপাজতের নির্দেশ দিয়েছেন মুখ্য জেলা ও দায়রা বিচারক অঞ্জু বাজাজ চন্দনা। অনন্তনাগের কাজিগুন্ডের বাসিন্দা জাসিরকে সোমবারই শ্রীনগর থেকে গ্রেফতার করা হয়। এনআইএ-র দাবি, দিল্লি বিস্ফোরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার। অভিযোগ, আড়ালে থেকে যাবতীয় প্রযুক্তিগত সহায়তা দিত জাসির। বিস্ফোরণের আগে সে ড্রোন মডিফাই করে। এমনকি হামলার জন্য বিশেষ রকেট তৈরির চেষ্টা করে বলেও অভিযোগ। এনআইএ-র বিবৃতিতে, জাসিরকে দিল্লি বিস্ফোরণের নেপথ্যে একজন সক্রিয় সহ-ষড়যন্ত্রকারী বলে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে জাসিরকে উমর ঘনিষ্ঠ বলেই দাবি তদন্তকারীদের। উল্লেখ্য, সোমবার দিল্লি কাণ্ডে অভিযুক্ত আমির রসিদকে ১০ দিনের এনআইএ হেপাজতের নির্দেশ দেয় দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। জানা যায়, বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটি তার নামেই ছিল। পরদিনই ঘটনায় জড়িত আরও একজনকে একইভাবে এনআইএ হেপাজতের নির্দেশ দিল আদালত।