• বিহার ভোটের ফল নিয়ে বচসা, মধ্যপ্রদেশে ভাগ্নেকে খুন করল দুই মামা
    বর্তমান | ১৯ নভেম্বর ২০২৫
  • ভোপাল: বিহার সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বচসার জের। রক্ত ঝরল মধ্যপ্রদেশে। খুন পরিযায়ী শ্রমিক। এই হত্যার ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে মৃতের দুই মামার দিকে। মৃত ও অভিযুক্তরা সবাই বিহারের শিওহর জেলার বাসিন্দা। কর্মসূত্রে মধ্যপ্রদেশের গুনা জেলার ক্যান্টনমেন্ট থানা এলাকায় একসঙ্গে থাকতেন তাঁরা। নিহত ২২ বছরের যুবক শংকর মাঝি। দুই অভিযুক্ত রাজেশ মাঝি ও তুফানি মাঝি। তাঁরা নির্মাণ শ্রমিক। ঘটনার সূত্রপাত রবিবার রাতে। পুলিশ জানিয়েছে, ভোটের ফলাফল নিয়ে দুই মামা ও ভাগ্নের মধ্যে বচসা শুরু হয়। সেই সময় তিনজনই মদ্যপ অবস্থায় ছিলেন। শংকর আরজেডি সমর্থক। আর তাঁর দুই মামা রাজেশ ও তুফানি জেডিইউ সমর্থক। তর্ক-বিতর্কের মধ্যেই দুই পক্ষের মারামারি শুরু হয়ে যায়। ভাগ্নে শংকরকে মারতে মারতে ঘর থেকে বাইরে বের করে নিয়ে আসে রাজেশ ও তুফানি। এরপর কাদামাটিতে শংকরের মুখ চেপে ধরে তারা। ফলে দমবন্ধ হয়ে মৃত্যু হয় শংকরের।  এরপর নিহতের দেহের কিছুটা অংশ কাদামাটিতে  পুঁতে দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। এক ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে।
  • Link to this news (বর্তমান)