• আল-ফালাহের প্রতিষ্ঠাতা গ্রেফতার, ২৫ স্থানে ইডির হানা
    বর্তমান | ১৯ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: এবার ইডির স্ক্যানারে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়। দিল্লি বিস্ফোরণের জেরে সংবাদ শিরোনামে উঠে আসা এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।  আর তাতেই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করল কেন্দ্রীয় সংস্থা। এই অনিয়মের টাকা সন্ত্রাসে ব্যবহার হয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।  মঙ্গলবার ভোর ৫টা নাগাদ বিশ্ববিদ্যালয় চত্বর  সহ মোট ২৫ জায়গায় হানা দেন আধিকারিকরা। মূলত বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিদের বাড়িতে তল্লাশি চলে। হানা দেওয়া হয় দিল্লির ওখলা এলাকার একটি অফিসেও। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও আর্থিক বিষয়ের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ পদাধিকারীদের বাড়িতে হানা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এনআইএ ও দিল্লি পুলিশের দায়ের করা এফআইআরের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে। 

    ইডি সূত্রে খবর, আল-ফালহার সঙ্গে যুক্ত অন্তত ৯টি ভুয়ো কোম্পানির হদিশ পাওয়া গিয়েছে। যাদের  ঠিকানা একই। এই কোম্পানিগুলির যে কোনও বাস্তব অস্তিত্ব নেই, তার একাধিক প্রমাণ ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে রয়েছে। একাধিক কোম্পানির মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেসও এক। তদন্তকারীরা জানতে পেরেছেন, অভিযুক্ত কোম্পানিগুলির ইপিএফও বা ইএসআইসির সংখ্যার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। ডিরেক্টর বা ভারপ্রাপ্ত হিসেবেও সই করেছেন একই ব্যক্তি। ব্যাংকের মাধ্যমে কোম্পানিগুলি নূন্যতম বেতন দিত। তবে তার কোনও এইচআর রেকর্ড নেই।  ওখলায়  চলছে ইডির তল্লাশি। বাইরে কড়া প্রহরা। -পিটিআই
  • Link to this news (বর্তমান)