জুয়া খেলায় বাজি স্ত্রীকে, হেরে যাওয়ায় গণধর্ষণ করল ৮ জন
বর্তমান | ১৯ নভেম্বর ২০২৫
লখনউ: জুয়া খেলায় স্ত্রীকে বাজি ধরেছিল স্বামী। হেরে যাওয়ার পর তাঁর স্ত্রীকে গণধর্ষণ করে আটজন। উত্তরপ্রদেশের বাগপত জেলার এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, গত বছর অক্টোবর মাসে দানিশ নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় ওই নির্যাতিতার। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে শারীরিক নির্যাতন করত বলে ওই মহিলার অভিযোগ। মাদকাসক্ত দানিশ তাঁকে প্রায়ই মারধর করত। সম্প্রতি দানিশ স্ত্রীকে জুয়া খেলায় বাজি রেখেছিল। জূয়া খেলায় দানিশ হেরে যাওয়ার পর আটজন মিলে ধর্ষণ করে তার স্ত্রী। অভিযুক্তদের মধ্যে তিনজনকে শনাক্ত করা গিয়েছে। তারা সকলেই গাজিয়াবাদের বাসিন্দা।
মহিলার উপর অত্যাচারের এখানেই শেষ নয়। জোর করে তাঁর গর্ভপাত করানো হয় বলেও অভিযোগ। তাঁর পায়ে অ্যাসিড ঢেলে দেয় শ্বশুরবাড়ির লোকজন। পাশাপাশি নদীতে ফেলে হত্যার চেষ্টাও করা হয় বলে অভিযোগ। ভাশুর, শ্বশুর ও শাশুড়ির দাদার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন নির্যাতিতা। তাঁর দাবি, যৌতুক না দেওয়ায় এই অত্যাচার সহ্য করতে হয়েছে তাঁকে। বর্তমানে বাপের বাড়িতে রয়েছেন মহিলা। বারবার তাঁর বাবাকে মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পুলিশ এই ঘটনায় মঙ্গলবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি।